Loading..

খবর-দার

১৫ অক্টোবর, ২০২০ ১১:৪৪ অপরাহ্ণ

আরও ১৪৯ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপবৃত্তি দেবে সরকার

আরও ১৪৯টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপবৃত্তি দেবে সরকার। এ মাধ্যমিক-নিম্নমাধ্যমিক স্কুল ও মাদারাসাগুলোকে সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমন্বিত উপবৃত্তি কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

গত ১৩ অক্টোবর ৪৪টি প্রতিষ্ঠান ও ৮ অক্টোবর ১০৫টি প্রতিষ্ঠানকে উপবৃত্তির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সমন্বিত উপবৃত্তি স্কিম থেকে জারি করা পৃথক পৃথক আদেশে এ তথ্য জানা গেছে। 

জানা গেছে, নতুন করে উপবৃত্তির তালিকায় অন্তর্ভুক্ত হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রংপুর অঞ্চলের ৬০টি প্রতিষ্ঠান, সিলেট অঞ্চলের ৩২ টি প্রতিষ্ঠান, খুলনা অঞ্চলের ৯টি প্রতিষ্ঠান, রাজশাহী অঞ্চলের ১৮টি, চট্টগ্রাম অঞ্চলের ১২টি প্রতিষ্ঠান, ময়মনসিংহ অঞ্চলের ৩টি প্রতিষ্ঠান ও ঢাকা অঞ্চলের ১৫ টি প্রতিষ্ঠান রয়েছে। 

 
স্কিমে অন্তর্ভুক্ত হওয়া নতুন প্রতিষ্ঠানগুলো মধ্যে ১০৫টিকে ৩ দফা শর্ত দেয়া হয়েছে। তবে, বাকি ৪৪টি প্রতিষ্ঠানকে স্কিমে অন্তর্ভুক্ত করে জারি করা হবে সে কোন শর্ত দেয়া হয়নি।

 ১০৫ টি প্রতিষ্ঠানকে দেয়া শর্তগুলোর মধ্যে রয়েছে, সমন্বিত উপবৃত্তি কর্মসূচির সাথে সহযোহিতা চুক্তিপত্র স্বাক্ষর করতে হবে। উপবৃত্তি কর্মসূচির বিধি-বিধান  নির্দেশনা যথাযথভাবে পালন করতে হবে। উপবৃত্তি পাওয়ার জন্য করা আবেদনের সাথে দেয়া তথ্য অসত্য প্রমাণিত হলে উপবৃত্তির অনুমোদন বাতিল বলে গণ্য হবে।