Loading..

প্রেজেন্টেশন

১৭ অক্টোবর, ২০২০ ০৯:৪৮ অপরাহ্ণ

বিষয়ঃ হাদিস শরীফ দাখিল দশম শ্রেণিঃ দ্বিতীয় অধ্যায়- بَابُ السلامِ সালাম- অধ্যায়,ইসলামী ভ্রাতৃত্ববোধ বিনিময়ের অন্যতম মাধ্যম হচ্ছে সালাম।
v সালাম এর অর্থ, উপকারিতা, এবং বিধান বলতে পারবে ?
v خَلَقَ اللَّهُ آدَمَ عَلَى صُورَتِهِ   হাদীসে উল্লেখিত আদম (আঃ) এর আকৃতি-   বিশ্লেষন করতে পারবে
v أَيُّ الْإِسْلَامِ خَيْرٌ  অর্থাৎ ইসলামে কোন অভ্যাসটি উত্তম তা বলতে পারবে।

v মুসলিম ও অমুসলিমকে একত্রে সালাম দেয়ার নিয়ম লিখতে পারবে।
vসালামের পরিচয়ঃ ইসলামী ভ্রাতৃত্ববোধ বিনিময়ের অন্যতম মাধ্যম হচ্ছে সালাম। মুসলমানদের পারস্পরিক সাক্ষাতে দোয়া কামনা ও কুশল বিনিময়কে সালাম বলে। স্বাভাবিক অবস্থায় এক মুসলমান অপর মুসলমানের সাক্ষাতে সালাম দেওয়া সুন্নত ।
vবিধানঃ আল্লাহ তয়িালা বলেনঃ  وَإِذا حُيِّيتُمْ بِتَحِيَّةٍ فَحَيُّوا بِأَحْسَنَ مِنْها أَوْ رُدُّوها إِنَّ اللَّهَ كانَ عَلى كُلِّ شَيْءٍ حَسِيباً  অর্থাৎ আর যখনই কেউ মর্যাদা সহকারে তোমাকে সালাম করে তখন তাকে তার চাইতে ভালো পদ্ধতিতে জবাব দাও । অথবা কমপক্ষে তেমনিভাবে । আল্লাহ সব জিনিসের হিসেব গ্রহনকারী ।
v সালামের উপকারিতাঃ  ১. পরস্পর পরিচিতিত হয়, ২. হিংসা বিদ্বেষ দূর হয়, ৩.ইমান মজবুত হয় ৪. সামাজিক ভ্রাতৃত্ববোধ জাগ্রত হয়  ৫. রহমত পাওয়াযায়।