Loading..

উদ্ভাবনের গল্প

২০ অক্টোবর, ২০২০ ০২:৪১ অপরাহ্ণ

উদ্ভাবনের গল্প: অনলাইন ক্লাস

একাদশ শ্রেণির ইসলাম শিক্ষা ২য় পত্র প্রথম পাঠ।


পবিত্র কোরআন মজিদের সংজ্ঞা লিখতে পারবে।

পবিত্র কোরআন মজিদের কিছু পরিভাষার ব্যাখ্যা করতে পারবে।

পবিত্র কোরআন মজিদের বৈশিষ্ট্য বিশ্লেষণ করতে পারবে।



اَلْقُرْاٰنْ      শব্দটি দুটি শব্দমূল থেকে উৎকলিত হয়েছে

قَرْءٌ

পাঠ করা, আবৃত্তি করা

قَرْنٌ

মিল, সামঞ্জস্য, একত্র করা


আল-কোরআনের সংজ্ঞা

هُوَ الْكِتَابُ الْمُنَزَّلُ عَلٰى الرَّسُوْلِ صَلَّى اللهُ عَلَيْهِ وَ سَلَّمَ اَلْمَكْتُوْبُ فِى الْمَصَاحِفِ اَلْمَنْقُوْلُ عَنْهُ نَقْلًا مُتَوَاتِرًا بِلَا شُبْهَةٍ

আল-কুরআন হলো আসমানি কিতাব যা হযরত মুহাম্মাদ (সা.) এর ওপর নাজিল করা হয়েছে। এটি মাসহাফে লিখিত হয়েছে এবং সন্দেহাতীত পদ্ধতিতে ধারাবাহিকভাবে সংকলিত হয়েছে, আর এটি শব্দ ও অর্থের সমন্বিত নাম।

اَلْاَيَةُ طَائِفَةٌ مِّنْ كَلِمَاتِ الْقُرْاٰنِ مُتَمَيِّزَةٌ بِفَصْلٍ

কুরআন মজিদের বাক্যসমূহকে আয়াত বলা হয়, যাকে বিশেষ বিরাম চিহ্ন দ্বারা অপর বাক্য হতে পৃথক করা হয়েছে।