Loading..

প্রেজেন্টেশন

২০ অক্টোবর, ২০২০ ০৪:০১ অপরাহ্ণ

সারাংশ সারমর্ম লেখার নিয়ম

সারাংশ সারমর্ম লেখার নিয়মঃ সারাংশ সারমর্ম কি?

কোনাে কবিতা পদ্য রচনার মূল ভাব বা বক্তব্যকে অল্প কথায় প্রকাশ করার নাম সারমর্ম লিখন। আর কোনাে গদ্য রচনার মূল ভাব বা বক্তব্যকে অল্প কথায় প্রকাশ করার নাম সারাংশ বা ভাবসংকোচন।

সারমর্ম লিখতে গেলে, উল্লিখিত অংশের কেন্দ্রীয় ভাববস্তু বা অন্তৰ্জন, অন্তর্নিহিত অর্থ, মর্মবাণী, কেন্দ্রীয় সত্যকে উন্মােচিত করে তা দু তিন কথার মধ্য দিয়ে স্পষ্টভাবে ফুটিয়ে তুলতে হবে।

পক্ষান্তরে, কোনাে রচনার ভাবসংকোচন করতে গেলে, উল্লিখিত অংশের মূল প্রতিপাদ্য বিষয়, প্রাসজ্গিক বিষয় এবং বিমূর্ত ভাববস্তুকে দু-চারটি কথার মধ্য দিয়ে মূর্ত করে তথা তার তাৎপর্য স্পষ্টভাবে ফুটিয়ে তুলতে হবে।

আরও জানতে ক্লিক করুন- সারাংশ সারমর্ম লেখার নিয়ম