Loading..

উদ্ভাবনের গল্প

২০ অক্টোবর, ২০২০ ০৭:০৩ অপরাহ্ণ

অনলাইন ক্লাস

বর্তমান পরিস্থিতিতে শিখন শেখানো কার্যযক্রমে আমাদের অনেক কিছুই শিখতে হচ্ছে নতুন করে।ডিজিটাল পদ্ধতিগত নানা জিনিস,স্বাভাবিক ক্লাস পরিচালনায় যা আমাদের করতে হয়নি।মাল্টিমিডিয়া ক্লাস পরিচালনায় শিক্ষক বাতায়ন থেকে ক্লাস সংগ্রহ করেই কাজ চলত। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের এ সময়টাতে ভাবনার পরিবর্তন ঘটেছে আমাদের। নতুন করে সক্রিয় সদস্য হলাম,কন্টেন্ট তেরি করেই ক্লাস নিচ্ছি এখন,ভিডিও করা,এডিটিং করা,ইউটিউব করা,শিখছি সকলের কাছেই.... এভাবেই দক্ষ হবো আমরা অচিরেই।