Loading..

খবর-দার

২১ অক্টোবর, ২০২০ ১১:৩০ অপরাহ্ণ

অনলাইন ক্লাস ও পরীক্ষার টুলস প্রশিক্ষণ

আজ, ২১/১০/২০২০ খ্রিঃ,  বুধবার। 

ফেনী জেলা শিক্ষা অফিসের নির্দেশনা ও পরিচালনায় এবং ফেনী জেলা এম্বাসেডরদের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হল "অনলাইন ক্লাস/পরীক্ষার টুলস প্রশিক্ষণ "। উক্ত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন অত্র জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব, মোঃ ওয়াহিদুজ্জামান, উপস্থিত ছিলেন অত্র জেলার সুযোগ্য জেলা শিক্ষা অফিসার জনাব, Kazi Salim Ullah স্যার ।  আরও উপস্থিত ছিলেন ফেনী  জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত উপজেলা শিক্ষা অফিসার মহোদয়। উপস্থিত ছিলেন জেলা ও বিভিন্ন  উপজেলা  শিক্ষা অফিসের  কর্মকর্তা / কর্মচারী বৃন্দ।  আজকের প্রশিক্ষণে উপস্থিত ছিলেন চট্রগ্রাম জেলার দুইজন সম্মানিত এম্বাসেডর জনাব, Mannan Sumon স্যার ও জনাব, Abdus Sobahan স্যার। এছাড়াও  বিভিন্ন প্রতিষ্ঠান হতে আগত ৮৫ জন শিক্ষক ( প্রশিক্ষণার্থী ) সহ উপস্থিত  মোট প্রায় ১১০ জন, সকলের জন্য অত্র জেলা শিক্ষা অফিসের পক্ষ হতে সকালের নাস্তা ও দুপুরের খাবারের ব্যবস্থা করেন। সত্যিই কোনো অর্থ ছাড়া শুধুমাত্র জানা বা শিখার  জন্য শিক্ষকদের এ-ধরনের  স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমরা উজ্জীবিত । মোট কথা আজকের প্রশিক্ষণটি ছিল অত্যন্ত প্রাণবন্ত ও শিক্ষণীয়।  

সর্বোপরি আজকের প্রশিক্ষণে আমি অত্র জেলার একজন এম্বাসেডর ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি।