Loading..

ভিডিও ক্লাস

২৬ অক্টোবর, ২০২০ ০৮:৩১ অপরাহ্ণ

এ্যাম্বাসেডর্স মিটিং

১৩  নতুন এ্যাম্বাসেডর বরণ অনুষ্ঠানে হবিগঞ্জের মাননীয় জেলা প্রশাসক জনাব মোহাম্মদ কামরুল হাসান

"অনলাইন পাঠদানে উন্নত প্রশিক্ষণ দেয়া হবে"

বিগত ১৪ অক্টোবর বুধবার  সকাল ১১টায় হবিগঞ্জ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলায় ১৩ জন নতুন এ্যাম্বাসেডর নিযুক্ত হওয়ার প্রেক্ষিতে তাদেরকে বরণ করার নিমিত্তে এক বরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় মাল্টিমিডিয়া টিচার্স গ্রুপ হবিগঞ্জের সভাপতি মোঃলোকামান খান এর সভাপতিত্বে সম্পাদক ওয়াকিল আহাম্মেদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন এডিসি শিক্ষা ও আইসিটি জনাব উম্মে ইসরাত,ও জেলা শিক্ষা কর্মকর্তা জনাব মোঃ রুহুল্লাহ, এবং  সিলেট ডিভিশনাল অনলাইন স্কুলের চীপ এডমিন ও সদ্য ঘোষিত সেরা নেতৃত্ব জনাব আ;মালিক রাজু স্যার ১০/১২ জন এ্যাম্বাসেডর নিয়ে উক্ত সভায় যোগদান করায় সভাটি এক অসাধারণ মিলন মেলায় রুপান্তরিত হয়।সভার সভাপতি প্রেসেন্টেশনের মাধ্যমে হবিগঞ্জ জেলার অনলাইন পাঠদানের সার্বিক দিক ও বাতায়নের সকল তথ্য উপস্থাপন করে শিক্ষকদেরকে অনলাইনে পাঠদানে আরো দক্ষ করে তোলার জন্য প্রশিক্ষোন প্রদানের দাবী উত্তাপন করেন। দাবী উত্থাপনের সাথে সাথে জেলা প্রশাসক সকল উপজেলা নির্বাহী কররমকর্তাদের উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানের প্রয়োজনীয় দিক নির্দেশনা সম্বলিত এক অডিও বার্তা প্রেরণ করেন। উক্ত জেলা প্রশাসক মহোদয়ের আন্তরিকতায় আশা করা যায় হবিগঞ্জ জেলা সমগ্র দেশে একটি অবস্থান তৈরী করতে পারবে।

সভায় জেলা প্রশাসক শিক্ষায় আইসিটি এ্যাম্বাসেডরদের ভূমিকায় ভূয়সি প্রশংসা করেন এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।