Loading..

নেতৃত্বের গল্প

২৭ অক্টোবর, ২০২০ ১২:০২ পূর্বাহ্ণ

করোনাকালীন শিক্ষা কার্যক্রমে "স্টাডি মেন্টর"

STUDY MENTOR

প্রিয় বিদ্যালয়টি শিক্ষার্থী শুন্য হয়ে আছে অনেক দিন। করোনাভাইরাস এর ভয়াল থাবায়  আর অভিভাবকদের সচেতনতার অভাবে  থমকে যাচ্ছিলো আমার  সুন্দর আগামীদের পড়ালেখা।

কোনভাবেই মেনে নিতে পারছিলাম না, অসহায় লাগছিলো খুব। অনেক ভেবে চিন্তে উপায় বের করলাম একটা। বিদ্যালয় এলাকার উদ্যোমী মেধাবী কিছু তরুণদের সাথে শেয়ার করলাম আমার পরিকল্পনা, তাদের সহযোগিতা চাইলাম।  এরা সবাই স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী, যারা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেকটা অবসর এ আছে। এদের অনেকেই আবার আমাদের শিক্ষার্থীদের কারো না কারো ভাই, চাচা কিংবা আত্মীয়। তারা খুব আগ্রহের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিলো। আমার স্বপ্ন বাস্তবায়িত হতে চললো তাদের মাধ্যমে। এরা প্রতি সপ্তাহে দুদিন শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে সম্পুর্ন স্বাস্থ বিধি মেনে শিক্ষার্থীদের পড়ালেখার অগ্রগতি, তাদের সুবিধা অসুবিধা গুলো তদারকি করে।নিয়মিত শিক্ষকবৃন্দের সাথে যোগাযোগ এর মাধ্যমে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করে কার্যক্রম অব্যাহত রেখে এলাকার এবং আমার বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণ আর ঝরে পড়া রোধ এ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে নিঃস্বার্থ ভাবে।

এরাই আমার STUDY MENTOR ।
কিছু ঋণ কখনো শোধ করা যায় না।
প্রিয় STUDY MENTOR, 
আমি এবং আমার বিদ্যালয় তোমাদের কাছে  সত্যি অনেক ঋণী।

ইসমাত ফারজানা
প্রধান শিক্ষক
চরণদ্বীপ দেওয়ানবিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়,
বোয়ালখালী, চট্টগ্রাম।