Loading..

উদ্ভাবনের গল্প

০৩ নভেম্বর, ২০২০ ১০:৫৩ অপরাহ্ণ

দ্বাদশ শ্রেণির অনলাইন অ্যাসাইনমেন্ট-২০২০ইং

আলহাজ্ব আবদুল হক চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ

দ্বাদশ শ্রেণি অনলাইন এসাইনমেন্ট- ২০২০ইং

ব্যবসায় শিক্ষা শাখা

বিষয়: ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা ১ম ২য়পত্র (সৃজনশীল প্রশ্ন)

পূর্ণমান-(১৫+১৬+১৯)= 0

[ বি.দ্র.-উদ্দীপকগুলো যত্নসহকারে পড় এবং সবগুলো প্রশ্নের উত্তর খাতায় লিখে ১৩/১১/২০২০ইং ১১টার মধ্যে ব্যবস্থাপনা বিভাগে জমা দিয়ে খাতায় স্বাক্ষর করে যেতে হবে।)

১।

.পরিকল্পনা----->.সংগঠন----->.কর্মীসংস্থান ----->.নির্দেশনা---->.সমন্বয়সাধন ---->.নিয়ন্ত্রণ

ব্যবস্থাপনা চক্র

) কমিটি কী ?

) সংগঠন চার্ট বলতে কী বুঝায়?

) চিত্রে ব্যবস্থাপনা প্রক্রিয়ায় কোন কাজটি অনুপস্থিত? ব্যাখ্যা কর।

) উত্তম পরিকল্পনা প্রণয়ণে নিয়ন্ত্রণের গুরুত্ব সর্বাধিক? বিশ্লেষণ কর।

২। নিম্নলিখিত জ্ঞানমূলক প্রশ্নের উত্তর দাও :-

) কর্মী সংগ্রহ কী?

) অনার্থিক প্রেষণা কী?

) জৈবিক চাহিদা কী?

৩। নিম্নলিখিত অনুধাবনমূলক প্রশ্নের উত্তর দাও :-

) গণতান্ত্রিক নেতৃত্ব উত্তম কেন?

৪। পুলকবাবু একজন টেক্সটাইল ইন্জিনিয়ার। তার দক্ষতা অভিজ্ঞতার কারণে বিনা মুলধনে জামাল, কামাল মিজান সাহেব তাকে অংশীদার করে নেই। পুলক বাবু ব্যবসা পরিচালনায় অংশ নেয় কিন্তু মিজান সাহেব এক্ষেত্রে কোনো ভূমিকা রাখেনা। তবে বছর শেষে সমান মুনাফা দাবি করে।

() চুক্তি পত্র কি?

() মুনাফাকে ঝুঁকি গ্রহণের পুরষ্কার বলা হয় কেন?

() পুলক বাবু কোন ধরনের অংশীদার? ব্যাখ্যা কর।

() তুমি কি মনে কর, মিজান সাহেব অন্যদের মতো সমান মুনাফা পাবে? যুক্তিসহ মতামত দাও।

৫। জ্ঞানমূলক প্রশ্নঃ () - রিটেইলিং কী?

() পেটেন্ট কী?

৬। অনুধাবনমূলক প্রশ্নঃ

() কৃত্রিম ব্যক্তিসত্তা বলতে কী বুঝায়।

()মোবাইল ব্যাংকিং নিরাপদ কিনা বুঝিয়ে লিখ।

৭। আওয়াল সাহেব বৃহদায়তন ব্যবসায় প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা। প্রতিষ্ঠানে কর্মী নিয়োগের ক্ষেত্রে তিনি শ্রমিক ইউনিয়ন কর্মরত কর্মকর্তাদের সুপারিশকে গুরুত্ব দেন। এতে কর্মচারীরাও বেশ খুশি থাকে।

() পদোন্নতি কী?

() প্রশিক্ষণ কীভাবে মনোবলের উন্নয়ন ঘটায়?

() কর্মী নিয়োগে উদ্দিপকে কোন উৎস ব্যবহার করা হয়েছে? ব্যাখ্যা কর।

() আওয়াল সাহেব কতৃক ব্যবহৃত কর্মী সংগ্রহের উৎসের যৌক্তিকতা বিশ্লেষণ কর।

৮। জ্ঞানমূলকঃ- ×=

() আউটসোর্সিং কী?

() স্বাক্ষাৎকার কী?

() ব্যবস্থাপনা চক্র কী?

() মিশন কী?

() একার্থক পরিকল্পনা কী?

৯। অনুধাবনমূলকঃ- ×=

() "ব্যবস্থাপনা সার্বজনীন"-ব্যাখ্যা কর।

() দ্বি-উপাদান তত্ত্ব বলতে কী বুঝ?

প্রশ্ন প্রণেতা-১। সেীমিত্র কুমার মজুমদার-১৯ নম্বর

২। বিষ্ণু পদ দে -১৫ নম্বর

৩। কুসুম আক্তার -১৬ নম্বর।

মোট নম্বর - ৫০ নম্বর