Loading..

উদ্ভাবনের গল্প

০৩ নভেম্বর, ২০২০ ১১:০০ অপরাহ্ণ

একাদশ শ্রেণির ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ১ম পত্রের অনলাইন অ্যাসাইনমেন্ট-২০২০ইং

আলহাজ্ব আবদুল হক চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ

অনলাইন অ্যাসাইনমেন্ট-২০২০ইং

বিষয় : ফিন্যান্স,ব্যাংকিং ও বিমা ১ম পত্র

একাদশ শ্রেণি

সৃজনশীল প্রশ্ন

পূর্ণমান-৩০

[বি.দ্র.-ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। নিচের উদ্দীপকগুলো মনোযোগসহকারে পড়ো ও খাতায় উত্তর লিখে ১৩/১১/২০২০ ইং ১১.০০ টার মধ্যে ব্যবস্থাপনা বিভাগে জমা দিয়ে খাতায় স্বাক্ষর করে যেতে হবে।]

১। জনাব আরাফাত হোসেন একজন নতুন বিনিয়োগকারী। তিনি ৫০,০০,০০০ টাকা মূলধন নিয়ে শেয়ার ব্যবসায় শুরু করেন। তিনি এই টাকা দিয়ে লাভা কোম্পানীর শেয়ার ক্রয় করেন। পোষাক শিল্পে অগ্নিকান্ডের ফলে জনাব আরাফাত হোসেনের লাভের পরিবর্তে মূলধন কমে যায়। আর্থিক অবস্থার কথা ভেবে একজন বিনিয়োগ পরামর্শদাতার কাছে পরামর্শ চাইলে তিনি পরবর্তীতে একাধিক প্রকল্পে বিনিয়োগ করার পরামর্শ দেন।

ক) অর্থায়ন কী ?                                                               ১

খ) মুনাফা সর্বোচ্চকরণ বলতে  কী বুঝ ?                           ২

গ) জনাব আরাফাতের বিনিয়োগে অর্থায়নের কোন নীতিটি লঙ্ঘিত হয়েছে ? ব্যাখ্যা কর।                                           ৩

ঘ)  জনাব আরাফাতকে একাধিক প্রকল্পে পরামর্শ কতটুকু যৌক্তিক বলে মনে করো ? বিশ্লেষণ করো।                         ৪

২। জনাব করিম একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। সম্প্রতি তিনি একটি নতুন প্রকল্পে বিনিয়োগের কথা ভাবছেন। এজন্য তিনি তার একজন বন্ধু রহিমের নিকট হতে পরামর্শ গ্রহণ করেন। তিনি তাকে কাম্য পরিমাণ মূলধন বিনিয়োগের পরামর্শ দেন। কিন্তু তিনি অধিক লাভের আশায় সমুদয় মূলধন উক্ত প্রকল্পে বিনিয়োগ করেন এবং তার মূলধন ক্ষতিগ্রস্থ হয়। এজন্য তিনি বেশ চিন্তিত।

ক) সরকারী অর্থায়ন কী ?                                                       ১

খ) সম্পদ সর্বাধিকরণ বলতে কী বোঝায় ?                               ২

গ)  জনাব করিমকে তার বন্ধু অর্থায়নের যে নীতি অনুসরণের পরামর্শ দিয়েছিলেন তা ব্যাখ্যা কর।                                      ৩

ঘ) উদ্দীপকে বর্ণিত সম্পূর্ণ মূলধন বিনিয়োগের ক্ষেত্রে উপরোক্ত  নীতির যৌক্তিকতা কতটুকু ? বিশ্লেষণ করো।            ৪

৩। এবিসি কোম্পানি শুধু মিনিপ্যাক শ্যাম্পু বিপণন করে থাকে  এবং সুনাম বৃদ্ধি ও ব্যবসায় সম্প্রসারণের লক্ষ্যে তারা তাদের মোট লাভের ২০% লভ্যাংশ হিসেবে শেয়ারহোল্ডারদের মধ্যে বন্টন করে থাকে। অপরদিকে এক্সওয়াইজেট কোম্পানী মিনিপ্যাক শ্যাম্পুর পাশাপাশি ফ্যামিলি সাইজ শ্যাম্পু , বোতলজাত শ্যাম্পু , হারবাল শ্যাম্পু বিপণন করে এবং তাদের মোট লাভের ৭% লভ্যাংশ হিসেবে শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করে থাকে।

ক) তারল্য ও মুনাফা নীতি কী ?                                               ১

খ)  অর্থায়ন বলতে তহবিল সংগ্রহ করাকে বোঝায়-বুঝিয়ে লেখো।           ২

গ)  কোম্পানী এক্সওয়াইজেট ঝুঁকি হ্রাসকরণের লক্ষ্যে অর্থায়নের কোন নীতিটি অনুসরণ করেছে? ব্যাখ্যা করো ।                        ৩

ঘ) উদ্দীপকের কোন কোম্পানীটি অর্থায়নের সম্পদ সর্বাধিকরণের লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে তা বিশ্লেষণ করো।   ৪

প্রশ্ন প্রণেতা-১। বিষ্ণু পদ দে।

বিভাগীয় প্রধান, ব্যবস্থাপনা বিভাগ।

২। আরাফাত হোসেন

প্রভাষক, ফিন্যান্স বিভাগ।