Loading..

উদ্ভাবনের গল্প

০৩ নভেম্বর, ২০২০ ১১:০৩ অপরাহ্ণ

একাদশ শ্রেণির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রের অনলাইন অ্যাসাইনমেন্ট-২০২০ইং

আলহাজ্ব আবদুল হক চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ

অনলাইন অ্যাসাইনমেন্ট-২০২০ইং

বিষয় : ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র

একাদশ শ্রেণি

সৃজনশীল প্রশ্ন

পূর্ণমান-৩০

[বি.দ্র.-ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। নিচের উদ্দীপকগুলো মনোযোগসহকারে পড়ো ও খাতায় উত্তর লিখে ১৩/১১/২০২০ ইং ১১.০০ টার মধ্যে ব্যবস্থাপনা বিভাগে জমা দিয়ে খাতায় স্বাক্ষর করে যেতে হবে।]

১। বাবু যোগেশ চন্দ্র সাহা একজন শিল্পপতি। তিনি বিদেশ থেকে গাড়ির যন্ত্রাংশ এনে গাড়ি উৎপাদন করছেন। তিনি বর্তমানে অন্য সেক্টরে বিনিয়োগের কথা ভাবছেন। বিদেশ থেকে খনিজ জ্বালানী তৈল আমদানি করে এর বিভিন্ন উপজাত উৎপাদন করে বাজারজাত করার পরিকল্পনা গ্রহণ করেছেন।

ক) ব্যবসায় কী ?                                                                     ১

খ) শিল্প  বলতে  কী বুঝ ?                                                        ২

গ) বাবু  যোগেশ  কোন শিল্পের সাথে জড়িত ? ব্যাখ্যা কর।       ৩

ঘ)  বাবু যোগেশ পরবর্তীতে যে শিল্পের পরিকল্পনা করেছেন তার যৌক্তিকতা   বিশ্লেষণ করো।                                                   ৪

২। পলি বিধৌত যমুানা নদীর তীরে সুমনদের বাড়ি। অতীতে ফসল উৎপাদন করে তাদের পরিবার বেশ সুন্দরভাবে চলছিল। কিন্তু ইদানিং নদীর ভাংগনে তাদের ঘরবাড়ি জমিজমা সব নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সুমন এখন ব্যবসায় করবে ভাবলেও পুঁজির অভাবে তা করতে পারছে না।

ক) ব্যবসায় পরিবেশ কী ?                                                       ১

খ) আইনগত পরিবেশ বলতে কী বোঝায় ?                              ২

গ)  সুমনদের সহায় সম্পত্তি সব নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার জন্য পরিবেশের কোন উপাদান দায়ী-ব্যাখ্যা কর।                   ৩

ঘ) পরিবেশের কোন উপাদানের অভাবে সুমন ব্যবসায় করতে পারছেনা-সুমনদের অবস্থার প্রেক্ষিতে  বিশ্লেষণ করো।            ৪

৩।

জনাব ইমরান মালদ্বীপ থেকে শুটকি সংগ্রহ করে তা বাছাই পূর্বক প্যাকেটজাত করে মধ্যপ্রাচ্যে রপ্তানি করেন।প্যাকেটের গায়ে মালদ্বীপের উৎপাদনকৃত কথাটি উল্লেখ থাকত। সম্প্রতি তিনি আমদানিকৃত শুটকি তার প্রতিষ্ঠানের নামে মধ্যপ্রাচ্যে বাজারজাতকরণ করছেন এবং বিষয়টি সম্পর্কে মালদ্বীপও অবগত। তারা ব্যাপারে মৌনতা অবলম্বন করেন।

() বাণিজ্য কি ?                                                                    

() প্রত্যক্ষ সেবা বলতে কি বুঝায়?                                          

() উদ্দীপকে জনাব ইমরান কোন ধরনের বৈদেশিক বাণিজ্যের সাথে জড়িত? ব্যাখ্যা কর।                                                      

() উদ্দীপকে মালদ্বীপ মৌনতা অবলম্বন কী যৌক্তিক? বিশ্লেষণ কর।                                                                                      

 

প্রশ্ন প্রণেতা-১। বিষ্ণু পদ দে।

বিভাগীয় প্রধান, ব্যবস্থাপনা বিভাগ।

২। মাসুবুল আলম ভূঁঞা

প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ।

৩। কুসুম আক্তার ।

প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ।