Loading..

খবর-দার

০৫ নভেম্বর, ২০২০ ০২:৩০ পূর্বাহ্ণ

এটুআই ও নেত্রকোণা জেলা অ্যাম্বাসেডর শিক্ষকবৃন্দের ভার্চুয়াল আলোচনা সম্পন্ন

ফারুক আহাম্মেদ :
আজ বুধবার রাত ৮ ঘটিকায় এক জুম মিটিং এর মাধ্যমে নেত্রকোণা জেলা অ্যাম্বাসেডর শিক্ষকবৃন্দের এক ভার্চুয়াল মিটিং সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জনাব মোহাম্মদ কবির হোসেন, সংযুক্ত কর্মকর্তা a2i & সহযোগি অধ্যাপক সরকারি টিচার্স ট্রেণিং কলেজ, ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হাবীবুল ইসলাম সুমন, সহকারী অধ্যাপক সরকারী টিচার্স ট্রেণিং কলেজ ময়মনসিংহ,জনাব আব্দুল গফুর, জেলা শিক্ষা অফিসার নেত্রকোণা, জনাব অভিজিৎ সাহা, প্রোগ্রাম সহকারী a2i ও নেত্রকোনা জেলার সকল উপজেলার অ্যাম্বাসেডর শিক্ষকবৃন্দ।

কেন্দুয়া উপজেলার অ্যাম্বাসেডর আরিফ আহমদ শাহ এর তৈরি একটি চমৎকার ডকুমেন্টারির মাধ্যমে জেলার অ্যাম্বাসেডরদের সমস্ত কর্মকাণ্ড তুলে ধরা হয়। এটুআই-এর সহকারী প্রোগ্রামার জনাব অভিজিৎ সাহা স্যার অ্যাম্বাসেডরগণ কে চমৎকার দিক নির্দেশনামূলক পরামর্শ দেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা ২০২১ সালের মধ্যে ৯লক্ষ শিক্ষককে শিক্ষক বাতায়নের যুক্ত করার জন্য এম্বাসেডর বৃন্দকে কাজ করার নির্দেশ দেন।