Loading..

প্রকাশনা

০৭ নভেম্বর, ২০২০ ১২:১৭ অপরাহ্ণ

জো বাইডেন (Joe Biden)

জো বাইডেন (Joe Biden)

জোসেফ রবিনেট "জো" বাইডেন, জুনিয়র (ইংরেজি ভাষায়: Joseph Robinette "Joe" Biden, Jr.) (জন্ম: ২০শে নভেম্বর, ১৯৪২) মার্কিন যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার অঙ্গরাজ্য থেকে নির্বাচিত সিনিয়র সিনেটর। তিনি ২০০৮ সালের মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির পক্ষ থেকে ভাইস-প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি বারাক ওবামার সাথে ভাইস-প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন এবং ২০০৮ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেছেন।

তিনি আমেরিকার ইতিহাসে সর্বোচ্চ ভোট পেয়ে হোয়াইট হাউজের দ্বারপ্রান্তে ৪৬ তম পেসিডেন্ট হতে যাচ্ছেন।

বাইডেন ১৯৬৯ সালে অ্যাটর্নি হন, ১৯৭০ সালে কান্ট্রি কাউন্সিলে নির্বাচিত হন। ১৯৭২ সালে প্রথমবারের মত সিনেটে নির্বাচিত হন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে পঞ্চম কনিষ্ঠতম সিনেটর। ১৯৭৮, ১৯৮৪, ১৯৯০, ১৯৯৬, ২০০২ এবং ২০০৮ সালগুলোতেও সিনেটর হিসেবে নির্বাচিত হন। ২০২০ সালের রাষ্ট্রপতি নির্বাচনে তিনি ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জো বাইডেন যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট পদে নির্বাচিত প্রথম কোন রোমান ক্যাথলিক বিশ্বাসী।

২০২০-এর রাষ্ট্রপতিত্বের প্রচারাভিযান

অনুমান ও ঘোষণা

২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যে বিভিন্ন গণমাধ্যম বাইডেনকে ২০২০ সালের রাষ্ট্রপতি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী হিসেবে উল্লেখ করে। তাকে জিজ্ঞাসা করলে তিনি বিবিধ ও বিপরীতার্থক উত্তর প্রদান করতেন এবং বলতেন, "কখনোই কখনো না বলবেন না"। একবার তিনি বলেন তিনি পুনরায় নির্বাচন করবেন এমন সম্ভাবনা দেখছেন না, কিন্তু কিছুদিন পর তিনি বলেন, "আমি যদি হাটতে পারি তাহলে নির্বাচন করবো।"২০১৮ সালের জানুয়ারিতে এই নির্বাচনে বাইডেনের অংশগ্রহণ চেয়ে টাইম ফর বাইডেন নামে একটি রাজনৈতিক কর্মসূচি কমিটি গঠিত হয়।

প্রচারাভিযান

২০১৯ সালের ১৫ই জুলাই অমুনাফাভোগী বাইডেন ক্যানসার ইনিশিয়েটিভ পূর্বপরিজ্ঞেয় ভবিষ্যতের জন্য তাদের কার্যক্রম স্থগিত রাখার ঘোষণা দেয়। রাষ্ট্রপতিত্বের প্রচারাভিযানের পূর্বে নৈতিক পূর্বসতর্কতা হিসেবে বাইডেন ও তার স্ত্রী এপ্রিলে এই ইনিশিয়েটিভের বোর্ড সদস্যের পদ ছেড়ে দেন।

২০১৯ সালের সেপ্টেম্বর মাসে প্রতিবেদনে প্রকাশিত হয় যে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের রাষ্ট্রপতি ভলদিমির জেলেন্‌স্কিকে বাইডেন ও তার পুত্র হান্টার বাইডেনের অপকর্মের বিরুদ্ধে তদন্ত করার জন্য চাপ দেন। ২০১৯ সালের সেপ্টেম্বর নাগাদ অভিযোগ সত্ত্বেও তাদের বিরুদ্ধে কোন প্রকার অপকর্মের প্রমাণ পাওয়া যায় নি। গণমাধ্যম তাদের কাজের তদন্তের জন্য চাপ দেওয়াকে বাইডেনের রাষ্ট্রপতি নির্বাচন জয়ের সুযোগকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা বলে উল্লেখ করে, যার ফলে রাজনৈতিক কেলেঙ্কারির সূত্রপাত হয় এবং হাউজ অব রিপ্রেজেন্টেটিভ ট্রাম্পকে অভিশংসিত করে।

২০২০ সালের ১৮ই আগস্ট ২০২০-এর ডেমোক্র্যাটিক ন্যাশনাল কনভেনশনে বাইডেন দাপ্তরিকভাবে ২০২০-এর রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিসেবে মনোনীত হন।

২০শে আগস্ট ৭০ জন সাবেক রিপাবলিকান সিনিয়র জাতীয় নিরাপত্তা কর্মকর্তা "ট্রাম্প জাতীয় সংকটকালে নেতৃত্ব দিতে অনুপযুক্ত ছিলেন" এই মর্মে বাইডেনকে ভোট দেওয়ার ঘোষণা দেন।

সর্বোচ্চ ভোটারপ্রিয় প্রার্থী

২০০৮ সালের নির্বাচনে ডেমোক্র‌্যাট প্রার্থী বারাক ওবামা ৬ কোটি ৯৪ লাখ ৯৮ হাজার ৫শর বেশী ভোট পেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে সবচেয়ে বেশী ভোটারপ্রিয় প্রার্থী ছিলেন। এবারের ২০২০ সালের নির্বাচনে একই দলের প্রার্থী জো বাইডেন ৭ কোটি ২১ লাখ ৫৭ হাজারেরও বেশী ভোট পেয়ে  সর্বোচ্চ ভোটারপ্রিয়তার স্বাক্ষর রাখলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে শুন্য ভোট পাওয়ার রেকর্ড থাকলেও এখন পর্যন্ত এত বেশি ভোট পেয়ে কোনো প্রেসিডেন্ট নির্বাচিত হননি। তবে জনপ্রিয়তার বিবেচনায়, ১৭৮৮ সাল এবং ১৭৯২ সালের উভয় নির্বাচনে ইলেক্টোরাল ও পপুলার, উভয় ভোটেই নির্দলীয় প্রার্থী জর্জ ওয়াশিংটনের শতভাগ ভোটপ্রাপ্তিই একমাত্র বিরল ঘটনা। পরবর্তীতে কোন প্রার্থী কোন ভোটের কোন পদ্ধতিতেই শতভাগ ভোট পাননি।

দাপ্তরিক পোট্রেট, ২০১৩


৪৭তম মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতি

কাজের মেয়াদ
২০ জানুয়ারি ২০০৯ – ২০ জানুয়ারি ২০১৭

রাষ্ট্রপতি

বারাক ওবামা

পূর্বসূরী

ডিক চেনি

উত্তরসূরী

মাইক পেন্স

ডেলাওয়্যার থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট

কাজের মেয়াদ
১৩ জানুয়ারি ১৯৭৩ – ১৫ জানুয়ারি ২০০৯

পূর্বসূরী

জে. ক্যালেব বগস

উত্তরসূরী

টেড কফম্যান

বৈদেশিক সম্পর্ক বিষয়ক সিনেট কমিটির প্রধান

কাজের মেয়াদ
৩ জানুয়ারি ২০০৭ – ৩ জানুয়ারি ২০০৯

পূর্বসূরী

রিচার্ড লুগার

উত্তরসূরী

জন কেরি

কাজের মেয়াদ
৬ জুন ২০০১ – ৩ জানুয়ারি ২০০৩

পূর্বসূরী

জেসি হেমস

উত্তরসূরী

রিচার্ড লুগার

কাজের মেয়াদ
৩ জানুয়ারি ২০০১ – ২০ জানুয়ারি ২০০১

পূর্বসূরী

জেসি হেমস

উত্তরসূরী

জেসি হেমস

আন্তর্জাতিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কাউকাসের প্রধান

কাজের মেয়াদ
৩ জানুয়ারি ২০০৭ – ৩ জানুয়ারি ২০০৯

পূর্বসূরী

চাক গ্র্যাসলি

উত্তরসূরী

ডায়ান ফেইনস্টেইন

সিনেট জুডিশিয়ারি কমিটির প্রধান

কাজের মেয়াদ
৩ জানুয়ারি ১৯৮৭ – ৩ জানুয়ারি ১৯৯৫

পূর্বসূরী

স্ট্রম থারমন্ড

উত্তরসূরী

ওরিন হ্যাচ

নিউ ক্যাসল কাউন্টি কাউন্সিলের সদস্য
৪র্থ জেলা থেকে

কাজের মেয়াদ
৪ নভেম্বর ১৯৭০ – ৮ নভেম্বর ১৯৭২

পূর্বসূরী

হেনরি ফলসম

উত্তরসূরী

ফ্রান্সিস সুইফট

ব্যক্তিগত বিবরণ

জন্ম

জোসেফ রবিনেট বাইডেন জুনিয়র
২০ নভেম্বর ১৯৪২ (বয়স ৭৭)
স্ক্র্যান্টন, পেন্সিলভেনিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র

রাজনৈতিক দল

ডেমোক্র্যাটিক

দাম্পত্য সঙ্গী

নেইলিয়া হান্টার
(বি. ১৯৬৬; মৃ. ১৯৭২)
জিল জ্যাকবস (বি. ১৯৭৭)

সন্তান

পিতামাতা

  • জোসেফ আর. বাইডেন সিনিয়র
  • ক্যাথরিন ইউজেনিয়া ফিনেগান

আত্মীয়স্বজন

এডওয়ার্ড ফ্রান্সিস ব্লেউইট
(প্র-পিতামহ)

শিক্ষা

ডেলাওয়্যার বিশ্ববিদ্যালয় (বিএ)
সিরাকিউজ বিশ্ববিদ্যালয় (জেডি)

পেশা

  • রাজনীতিবিদ
  • আইনজীবী
  • লেখক

পুরস্কার

সম্মাননাসহ প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম (২০১৭)

স্বাক্ষর

ওয়েবসাইট

Campaign website

 

তথ্য সংগ্রহে ও সম্পাদনায়

মৃণাল কান্তি সাহা

সহকারি প্রধান শিক্ষক

বাংগাখাঁ উচ্চ বিদ্যালয়

লক্ষ্মীপুর।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি