Loading..

উদ্ভাবনের গল্প

০৯ নভেম্বর, ২০২০ ১১:৩৪ অপরাহ্ণ

“আমার ঘরে আমার স্কুল” শ্রেনিঃ ৯ম / ১০ম, বিষয়ঃ হিসাব বিজ্ঞান, অধ্যায়ঃ ৫ম (হিসাব)

“আমার ঘরে আমার স্কুল

শ্রেনিঃ ৯ম / ১০ম

বিষয়ঃ হিসাব বিজ্ঞান   

অধ্যায়ঃ ৫ম (হিসাব)
করোনা ভাইরাসের কারণে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় প্রিয় শিক্ষার্থীদের জন্য ঘরে থেকে শিক্ষা লাভে সহায়তা প্রদানে অনলাইন ক্লাসে আজকের পাঠ বিষয়ঃ হিসাব বিজ্ঞান, অধ্যায়ঃ ৫ম ( হিসাব ) ওপর পাঠ পরিবেশন। আশা করি শিক্ষার্থীরা বাসায় বসেই অন লাইন ক্লাসের মাধ্যমে শিক্ষণ শিখানো কার্যক্রমকে আনন্দময় এবং ফলপ্রসূ করতে পারবে।


শ্রদ্ধেয় প্যাডাগজি রেটার মহোদয়, এডমিন মহোদয়, সেরা কন্টেন্ট নির্মাতা মহোদয় এবং বাতায়নের সকল  শিক্ষক মন্ডলী আমার এ পাক্ষিকের কন্টেন্ট এবং ভিডিও কন্টেন্ট দেখে লাইক, রেটিং মন্তব্যের জন্য বিনীত অনুরোধ রইলোএবং সেই সাথে বাতায়নের এ পাক্ষিকের সেরা কনটেন্ট নির্মাতা, সেরা উদ্ভাবক এবং সেরা নেতৃত্ব সকলকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা । ঘরে থাকি,সুস্থ থাকি এবং নিরাপদে থাকি।সকলের জন্য শুভ কামনা রইল।  


            টপি রানী সেন

            সহঃশিক্ষক (ICT)

            ভবনা মাধ্যমিক বিদ্যালয়

            ফকিরহাট,বাগেরহাট।

           ICT4E District Ambassador