Loading..

ভিডিও ক্লাস

১৪ নভেম্বর, ২০২০ ০৯:০৬ অপরাহ্ণ

মেরুদন্ডী ও অমেরুদন্ডী প্রাণী || জীবজগৎ || Salina Parvin || Class 6 || By NIDM

মেরুদণ্ডী (Vertebrates) প্রাণীর মেরুদণ্ড আছে। অর্থাৎ দেহের ভেতর কঙ্কাল থাকে। ♦ পাখনা কিংবা পা থাকে। ♦ মানুষ ছাড়া প্রায় সব মেরুদণ্ডী প্রাণীর লেজ থাকে। ♦ ফুলকা কিংবা ফুসফুসের মাধ্যমে শ্বাসকার্য চালায়। ♦ মেরুদণ্ডী শ্রেণিভুক্তদের মধ্যে আছে—স্তন্যপায়ী, উভচর, মৎস, সরীসৃপ, পক্ষী ইত্যাদি। ♦ অমেরুদণ্ডী (Invertebrates) প্রাণীর মেরুদণ্ড নেই। অর্থাৎ দেহের ভেতর কঙ্কাল থাকে না। ♦ চোখ সরল প্রকৃতির বা একটি চোখের ভেতর অনেকগুলো চোখ থাকে। ♦ অমেরুদণ্ডী শ্রেণির মধ্যে অনেক ধরনের প্রাণী আছে। কিছু কিছু প্রাণী আছে যেগুলো খালি চোখে দেখা যায় না (যেমন—অ্যামিবা)। ♦ পতঙ্গ শ্রেণিভুক্ত প্রাণীদের অধিকাংশই অমেরুদণ্ডী। এদের দেহ তিনটি অংশে বিভক্ত—মস্তক, বক্ষ ও উদর। Tag: #Six_Science #বিজ্ঞান #ষষ্ঠ_বিজ্ঞান মেরুদন্ডী ও অমেরুদন্ডী প্রাণী, ষষ্ঠ জীব জগতের শ্রেণিকরণ, বিজ্ঞান জীব জগতের শ্রেণিকরণ, জীবজগৎ, ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান, ষষ্ঠ বিজ্ঞান, ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান অধ্যায় ২, ষষ্ঠ বিজ্ঞান অধ্যায় ২, Six Science Chapter 2, Six Science 2, Six Science, Six, Science, Class 6 Science Chapter 2, Class 6 Science, Six Biggan, Six Biggan Chapter 2, Biggan, Class 6 Biggan Bigganik Prokriya O Porimap, Six BigganBigganik Prokriya O Porimap, Class Six biggan,