Loading..

উদ্ভাবনের গল্প

১৫ নভেম্বর, ২০২০ ০৭:৪১ অপরাহ্ণ

সমতায়ন

সবাইকে নমস্কার / আদাব

আমি তন্দ্রা চাকমা, সহকারী শিক্ষক(শারীরিক), রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়।রাংগামাটি।

অত্র বিদ্যালয়ে আমি ২০০৬ সালে যোগদান করি।এবং আমার প্রতিষ্ঠানটি রাংগামাটি শহরে অবস্থিত।আমার প্রতিষ্টানে বিভিন্ন সম্প্রদায়ের শিক্ষার্থী পড়ালেখা করে। অধিকাংশ শিক্ষার্থী বিভিন্ন উপজেলা ও পাহাড়ের প্রত্যন্ত অঞ্চল অর্থাৎ দুর্গম এলাকা- যেখানে নেট,মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ নেই সেই সমস্ত জায়গা থেকে পড়তে আসে। তারা পিচিয়ে পড়া ছাত্র ছাত্রী।তাই তারা যেন সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে তাই সব ধরনের চেষ্ট্রা করি যেমন:- মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাস নিই ও   mmc  তে ক্লাস আপলোড করি, করোনা কালে অন লাইন ক্লাস দিয়ে সেবা প্রদান করছি।তাছাড়া লেখাপড়ার পাশাপাশি জাতীয় দিবস উদযাপন। জেলা প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই জাতীয় শিশু দিবস অর্থাৎ  বঙ্গবন্ধুর শুভ জন্মদিনে আমার বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপজাতীয় পোশাক পরিধান করে রেলিতে অংশগ্রহনের সুযোগ করে দেওয়ার জন্য।তাছাড়া সহপাঠক্রমিক খেলাধূলা অনুশীলন ও অংশগ্রহন,কবিতা আবৃত্তি, বিতর্ক,কুইজ,চিত্রাঙ্কন ও দেয়ালিকা প্রকাশ,ক্লাসে মাদক বিরোধী সচেতনতা মূলক প্লে কার্ড তৈরী ও প্রতি বৃহস্পতিবার গার্ল গাইডের নৈপুণ্য সূচক ক্লাস,ঢোল বাদক দল গঠন,ও দূর্নীতি প্রতিরোধে সততা সংঘের দল গঠন।সততা স্টোর স্থাপন। বিজয় দিবসে ডিসপ্লেতে পর পর ৩ বার ১ম হওয়ার গৌরব অর্জন করে হ্যাট্রিক করে।তাছাড়া চিত্রাংকনে ১ জন শিক্ষার্থী জাতীয় পর্যায়ে অংশগ্রহন করে।পরিস্কার পরিচ্ছনতা।  এ সসমস্ত প্রতিযোগিতায় ছাত্র- ছাত্রী সবাই সমান  ভাবে অংশগ্রহন করে।তাছাড়া প্রতি বছর ৩ ধর্মের ধর্মীয় অনুষ্ঠান পালিত হয়। হিন্দুদের স্বরস্বতী পূজা, মিলাদ মাহফিল, বৌদ্ধদের ভিক্ষুসংঘের আমন্ত্রন জানিয়ে সংঘদান, অস্টপরিস্কার দান, কল্পতরু বানিয়ে দান। দরিদ্রদের সহয়তা প্রদানে উৎসাহী, সততা, মানবিকতা, বিভেদ / বৈষম্য না করে ছেলে -মেয়ে সবাই সমতায়নে বর্তমানে আমাদের বিদ্যলয় অনেক এগিয়ে তাই এ প্রত্যয়ে এসডিজির লক্ষ্য মাত্রা অর্জনের চ্রেস্টা।https://youtu.be/L22U_O7xZew