Loading..

নেতৃত্বের গল্প

১৬ নভেম্বর, ২০২০ ০৯:০৪ অপরাহ্ণ

Online Class Workshop at Sulla, Sunamganj
তারিখ: ০৬/১০/২০২০, মঙ্গলবার ।
স্থান: শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়, শাল্লা, সুনামগঞ্জ ।
বিষয়: শিক্ষক বাতায়ন, অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনা ও এর চ্যালেঞ্জ মোকাবেলা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা ।
প্রধান অতিথি:
জনাব Md Inchan Mia, প্রধান শিক্ষক, এইচ এমপি উচ্চ বিদ্যালয় ও সভাপতি, মাধ্যমিক শিক্ষক সমিতি, সুনামগঞ্জ জেলা ।
বিশেষ অতিথি:
জনাব নীহার রঞ্জন চৌধুরী, প্রধান শিক্ষক, শ্যামসুন্দর উচ্চ বিদ্যালয়, শাল্লা ও সভাপতি , মাধ্যমিক শিক্ষক সমিতি, শাল্লা উপজেলা ।
জনাব Haripada Das, অধ্যক্ষ, সাউধেরশ্রী উচ্চ বিদ্যালয় ও কলেজ, শাল্লা, সুনামগঞ্জ ।
জনাব আনন্দ মোহন চৌধুরী, প্রধান শিক্ষক, গিরিধর উচ্চ বিদ্যালয়, শাল্লা
সঞ্চালনা করেন জনাব সজল চন্দ্র সরকার, সহকারী প্রধান শিক্ষক, গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
সভাপতি: জনাব আরিফ মোহাম্মদ দুলাল, প্রধান শিক্ষক, শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়, শাল্লা, সুনামগঞ্জ ।
রিসোর্স পারসন: সুনামগঞ্জ জেলার ICT4E Ambassador, a2i
মোহাম্মদ কামাল উদ্দিন এবং প্রধান শিক্ষক, ছাতক ইউনিয়ন এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়, মল্লিকপুর, ছাতক, সুনামগঞ্জ ।
ICT4E Ambassador, a2i- জনাব Kabirul Islam, জনাব Ismail Hosen, জনাব M Misbah Uddin, জনাব Abu Mahmud । অতিথি শিক্ষক ছিলেন:
জনাব Liton Ronjon Talukder ও জনাব Estahad Islam
অংশগ্রহণকারী: শাল্লা উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ৬২ জন আইসিটি প্রেমী শিক্ষক-শিক্ষিকা । শিক্ষকদেরকে তিন ভাগে ভাগ করে তিনটি কক্ষে বিভিন্ন বিষয় সরাসরি দেখিয়ে দেয়া হয় ।
অনেক কষ্ট করে বিভিন্ন স্থান থেকে উপস্থিত হয়ে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রচেষ্টা চালিয়ে যাওয়ায় সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি । শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়-এর প্রধান শিক্ষক জনাব আরিফ মোহাম্মদ দুলাল ও অত্র বিদ্যালয় কর্তৃপক্ষের আথিতেয়তায় আমরা অত্যন্ত মুগধ ।কর্মশালা সফল করতে সার্বিক দায়িত্ব পালন করেন আমাদের সম্মানিত জেলা শিক্ষা অফিসার সুনামগঞ্জ জনাব মোঃ জাহাঙ্গীর আলম ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ । জেলা শিক্ষা অফিসারের সাথে পরামর্শক্রমে মানসম্পন্ন ক্লাস তৈরি ও যথাযথ ভাবে পাঠানোর জন্য জেলা শিক্ষা অফিস ও প্রধান শিক্ষক মহোদয় এই কর্মশালার আয়োজন করেন । সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি ।
শাল্লা থেকে ফেরার পথে ভাটি বাংলার বাউল সম্রাট শাহ আব্দুল করিম-এর স্মৃতি বিজড়িত বাড়ি ও জাদুঘর দেখে আমরা অত্যন্ত আনন্দিত ।