Loading..

প্রকাশনা

১৮ জানুয়ারি, ২০১৫ ১২:০০ পূর্বাহ্ণ

প্রতিটি অধ্যায়েই গুরুত্ব দিতে হবে http://www.ittefaq.com.bd/print-edition/special-issue/2015/01/18/26523.html
প্রতিটি অধ্যায়েই গুরুত্ব দিতে হবে ১৮ জানুয়ারী, ২০১৫ ইং রসায়ন চরিত্রবান সমাজপতি সহকারী শিক্ষক জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়, সিলেট। প্রিয় ২০১৫ সালের এস এস সি পরীক্ষার্থী বন্ধুরা, রসায়নে এবার নতুন বইয়ে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা, তাই এখন তোমাদের প্রধান কাজটি হবে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করে আগে পড়া রসায়নের প্রতিটি গুরুত্বপূর্ণ দিকগুলো পর্যায়ক্রমে প্রতিদিন রিভিশন দেওয়া এবং ভুলগুলো সংশোধন করা। তোমাদের রসায়নের বইটিতে ১২টি অধ্যায় আছে। প্রতিটি অধ্যায়ই গুরুত্বপূর্ণ। তাই রসায়নে ভালো করতে হলে প্রতিটি অধ্যায়কেই সমান গুরুত্ব দিতে হবে। এক্ষেত্রে মূল বইয়ের কোনো বিকল্প নেই। ভালো ফল করতে হলে মূল বইটি পুঙ্খানুপুঙ্খভাবে পড়তে হবে। যারা মূল বই সম্পর্কে পূর্ণ ধারণা রাখবে তাদের সৃজনশীল পরীক্ষায় কোনো ভয় নেই। রসায়নে ৬টি সৃজনশীল প্রশ্ন থাকবে ৪টির উত্তর দিতে হবে (নম্বর-৪০), ৩৫টি বহুনির্বাচনি প্রশ্ন থাকে (নম্বর-৩৫) এবং ব্যবহারিক (নম্বর-২৫)। সৃজনশীল প্রশ্নের জন্য ১২টি অধ্যায়ের মধ্যে পরমাণুর গঠন, পর্যায় সারণী, রাসায়নিক বন্ধন, মৌলের ধারণা ও রাসায়নিক গণনা, রাসায়নিক বিক্রিয়া, রসায়ন ও শক্তি, এসিড-ক্ষার সমতা, খনিজ সম্পদ-জীবাশ্ম, আমাদের জীবনে রসায়ন অধ্যায়গুলো অত্যাধিক গুরুত্বপূর্ণ। তাই এই অধ্যায় গুলোর প্রত্যেকটি বিষয় ভালোভাবে পড়তে হবে তবে সৃজনশীল ৪টি প্রশ্নের উত্তর দেওয়া সহজ হবে। তবে বহুনির্বাচনী প্রশ্নের জন্য অবশ্যই সবগুলো অধ্যায় পড়তে হবে। রসায়ন বিষয়ের সংকেত ও বিক্রিয়া লিখতে যেন ভুল না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়ার সময় কয়েকটি বিষয়ে খুবই খেয়াল রাখতে হবে। মূলত এ বিষয়গুলোয় ভালো করতে পারলেই রসায়নে ভালো করা সম্ভব। সৃজনশীল প্রশ্নে একটি উদ্দীপকের আলোকে চারটি প্রশ্ন থাকে। যেমন- ১। জ্ঞানমূলক ২। অনুধাবনমূলক ৩। প্রয়োগমূলক ৪। উচ্চতর দক্ষতা যেমন- নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ মৌল পর্যায় শ্রেণি A 1 1 B 3 2 C 3 17 এখানে A, B, C প্রচলিত কোনো মৌলের প্রতীক নয়। ক। আধুনিক পর্যায় সূত্রটি বিবৃত কর। ১ খ। একই গ্রুপের উপর থেকে নিচে পরমাণুর আকার বেড়ে যায় কেন? ২ গ। B ও C মৌল দুইটির যৌগ গঠন প্রক্রিয়া বর্ণনা কর। ৩ ঘ। AC ও BC যৌগ দুইটির ধর্মের তুলনামূলক আলোচনা কর। ৪ এই চারটি প্রশ্ন দক্ষতার চারটি স্তর বিবেচনায় রেখে উত্তর দিতে হবে। তোমাদের রসায়নের পরীক্ষা যাতে সুন্দর হয় এ জন্য কয়েকটি প্রয়োজনীয় টিপস নিম্নে দেওয়া হলো। v রসায়ন প্রশ্নের উত্তর দিতে প্রথমে উদ্দীপকটি ভালোভাবে পড়ে সাংকেতিক চিহ্ন সঠিকভাবে বুঝে উত্তর দিতে হবে। v প্রতিটি প্রশ্নের উত্তর যাতে উদ্দীপক ও প্রশ্ন অনুযায়ী যথাযথ হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। v পারমাণবিক সংখ্যা , ভর সংখ্যা, জারণ মান ও যৌগের আনবিক ভর নির্ভুলভাবে লিখতে হবে। v প্রতীক, সংকেত, বিক্রিয়া, ইলেক্ট্রন বিন্যাস ঠিকমত লিখতে হবে। v গাণিতিক সমস্যাগুলো সঠিকভাবে উদ্দীপক অনুসরণ করে সমাধান করতে হবে। v মডেল ও চিত্রগুলো সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবে। এতে ভালো নম্বর পাবে। http://www.ittefaq.com.bd/print-edition/special-issue/2015/01/18/26523.html

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি