Loading..

শিক্ষায় অগ্রযাত্রা

২২ নভেম্বর, ২০২০ ১০:৩৩ অপরাহ্ণ

শিক্ষক বাতায়নে নিবন্ধন_প্রফাইল ১০০% আপডেট_ছবি ১০০ কেবিতে রুপান্তর_বিপুলেন্দ্র নাথ চক্রবর্ত্তী

শিক্ষক বাতায়নে নিবন্ধন_প্রফাইল ১০০% আপডেট_ছবি ১০০ কেবিতে রুপান্তর_বিপুলেন্দ্র নাথ চক্রবর্ত্তী। অনলাইন জুম প্রশিক্ষন চলমান রয়েছে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায়। 

শিক্ষকদের আইসিটিতে দক্ষ করে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ৮ জন দক্ষ আইসিটি মাস্টার ট্রেইনার শিক্ষক। প্রত্যেক স্কুল থেকে ১ জন কী ট্রেইনা্র শিক্ষক গত ২ মাস ধরে প্রশিক্ষণ নিচ্ছেন এবং তারা স্ব স্ব স্কুলের শিক্ষকগণকে আইসিটিতে দক্ষ করে তুলছেন। শিক্ষক বাতায়নের সদস্য হওয়া, প্রফাইল ১০০% আপডেট করা, ইন্টারনেট ব্রাউজিং, জিমেইল একাউন্ট খোলা, ইমেইল চেক করা, মেইল পাঠানো, ফেইচবুক একাউন্ট খোলা, মুক্তপাঠে নিবন্ধন, কোর্স সম্পন্ন করে সার্টীফিকেট অর্জন, এমএসওয়ার্ড, এক্সেল, কন্টেন্ট তৈরি করে শিক্ষক বাতায়নে আপলোড, ডাউনলোড, রেটিং প্রদান, ডি আর লেখা, উপবৃত্তির চাহিদা প্রস্তুত, ই-প্রাইমারি স্কুল সিস্টেম ও সংসদ টেলিভিশন তথ্য আপডেট, ই-ব্যাবস্থাপনায় বইয়ের চাহিদা, অনলাইনে বিভিন্ন রকমের বই পড়া ও ডাউনলোড করা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি