Loading..

মুজিব শতবর্ষ

২৩ নভেম্বর, ২০২০ ০৬:৩৪ পূর্বাহ্ণ

হৃদয় জুড়ে তুমি

হৃদয় জুড়ে তুমি

মাহফুজা খাতুন


হয়নি দেখা কস্মিনকালে

কথাও হয়নি কোনোই ছলে,

তবু কেনো এই বুকের গহীনে 

তোমা হারাবার ব্যাথা?

বারবার শুধু জেগে উঠে মনে বন্ধু তোমার কথা।


দেখেছি তোমায় ইতিহাসের পাতায়

স্বর্ণাক্ষরে লিখেছি মনের খাতায়

ঝাঁপিয়ে পড়েছিলো সব এক ইশারায়

জয় করতে দেশ মাতা, 

সকল বাঙালীর হৃদয় মাঝারে তোমার আদর্শ গাঁথা। 


৭ মার্চের ভাষণ শুনে

জাগলো বাঙালী মনে প্রাণে

২৫ মার্চের কালো রাতে যারা

কলঙ্কিত করলো  ইতিহাসের পাতা,

দমাতে তাদের অটল ছিলো তোমার জাগ্রত জনতা।


২৬ মার্চের প্রথম প্রহরে

বঙ্গবন্ধুকে গ্রেফতার করে

বাঙালীর কাঁধে চাপিয়ে দিলো

অসাহয়ত্ব আর নেতৃত্বহীনতা,

দাবানল হয়ে জ্বলে উঠলো নেতা হারানোর ক্ষিপ্রতা।


নয়মাস ধরে প্রাণপণ যুদ্ধ

বাঙালীর ধ্বংস হলো অসাধ্য

সংঘবদ্ধ বাঙালীর কাছে তাই

স্বীকার করলো ব্যর্থতা,

১৬ই ডিসেম্বর বিশ্ব দেখেছিলো আত্মসমর্পণের বীরত্বতা।


স্বার্থক জনম হে মহান বীর

বিশ্ব ভুবনে তোমার উন্নত শীর 

এমন বীরের জন্ম যেখানে

গৌরবান্বিত সে দেশ মাতা,

বাঙালী জাতীর হৃদয় জুড়ে আছো, তুমি হে জাতীর পিতা।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি