Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৫ নভেম্বর, ২০২০ ১২:৩৯ পূর্বাহ্ণ

৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা 2020

===42 তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ 2020=== করিমুন্নেচ্ছা বালিকা মাধ্যমিক বিদ্যালয় তৃতীয় স্থান অধিকার করে স্কুলের মর্যাদা বৃদ্ধি করতে সক্ষম হয়েছে।

##প্রজেক্টের নাম: 

* ডিজিটাল ট্রাফিক কন্ট্রোল সিস্টেম & সোলার সিস্টেমের মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয়ী ল্যাম্পপোস্ট এবং

 * কোন হ্যান্ড স্যানিটাইজার ছাড়াই মাত্র 10 সেকেন্ডে ডিজিটাল উপায়ে হাতকে করোনামুক্ত করা।

##প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন,  জনাব শ ম রেজাউল করিম এমপি, মাননীয় মন্ত্রী ( মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়)

বিশেষ অতিথি :

*জনাব আবু আলী মো: সাজ্জাদ হোসেন, জেলা প্রশাসক, পিরোজপুর জনাব হায়াতুল ইসলাম খান, পুলিশ সুপার, পিরোজপুর

 জনাব এ্যাড. আ: হাকিম হাওলাদার, সাধারণ সম্পাদক, জেলা আওয়ামীলীগ, পিরোজপুর

 জনাব আলহাজ্ব মোঃ মজিবুর রহমান(খালেক) চেয়ারম্যান, উপজেলা পরিষদ, পিরোজপুর সদর। সভাপতিত্ব করেন : জনাব বশির আহমেদ, উপজেলা নির্বাহি অফিসার পিরোজপুর সদর 

তত্ত্বাবধানে: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর পৃষ্ঠপোষকতায় :বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়

##আয়োজনে :পিরোজপুর সদর উপজেলা প্রশাসন।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি