Loading..

খবর-দার

২৬ নভেম্বর, ২০২০ ০৭:২৭ পূর্বাহ্ণ

ঢাকা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ

ঢাকা বোর্ডের নতুন চেয়ারম্যান হয়েছেন অধ্যাপক নেহাল আহমেদ। তিনি ঢাকা কলেজের অধ্যক্ষ পদে কর্মরত ছিলেন। তাকে ঢাকা বোর্ডের চেয়ারম্যান পদে প্রেষণে পদায়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। অধ্যাপক নেহাল ইংরেজি সাহিত্যের শিক্ষক। বুধবার (২৫ নভেম্বর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। 

বিজয়ের মাসে মানে পহেলা ডিসেম্বরে নতুন কর্মস্থলে যোগদান করতে চান বলে দৈনিক শিক্ষাডটকমকে জানিয়েছেন নেহাল আহমেদ।

করোনাকালে সারাদেশের পড়াশোনা যখন স্থবির ঠিক তখনই ডিজিটাল পদ্ধতিতে পাঠদান শুরু ও পরীক্ষা নিয়ে পথ প্রদর্শকের ভূমিকা পালন করেছেন অধ্যাপক নেহাল আহমেদ। তার নানা উদ্যোগের প্রশংসা ও বাস্তবায়নে সার্বিক দিক নির্দেশনা ও সহযোগীতা করেছেন শিক্ষামন্ত্রী ডা, দীপু মনি।  গত ১ এপ্রিল থেকে কলেজটি অনলাইন ক্লাস শুরু করেছে। যা করোনা পরিস্থিতিতে দেশে প্রথম। ঢাকা কলেজের ফেসবুক পেইজে প্রচারিত ক্লাসগুলোতে উপকৃত হয়েছে দেশের উচ্চমাধ্যমিক পর্যায়ের কয়েক লাখ শিক্ষার্থী। ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নেহাল আহমেদের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষকরা। করোনাকালে ‘হিরো অধ্যক্ষ’ হিসেবে সারাদেশে প্রশংসিত হয়েছেন তিনি।