Loading..

ম্যাগাজিন

২৮ নভেম্বর, ২০২০ ০৩:১০ অপরাহ্ণ

ইমু, ডিজিটাল যুগের একটি হাতিয়ার

ইমু,ডিজিটাল যুগের যোগাযোগের একটি অন্যতম মাধ্যম।ইমুর মাধ্যমে আমরা অল্পখরচে দেশে বিদেশে কথা বলতে পারি, অডিও ও ভিডিও কলে কথা বলতে পারি।তথ্য আদান প্রধান করতে পারি। ছবি ও ভিডিও দেখতে পারি।এখনো সাধারণ কলে বিদেশে কথা বলতে ১৭থেকে ২৫টাকা খরচ হয়।আর ইমুকলের মাধ্যমে আমরা এমবি খরচ করে ঘন্টার পর কথা বলতে পারি।এর যেমন সুবিধা আছে তেমনি এর কিছু অসুবিধা আছে। বেশিক্ষন কথা বললে আমাদের কানের ক্ষতি হয়। ভিডিও  কলে চোখের খতি হয়।আবার বিভিন্ন রং  নাম্বারে পরিচয় হয়ে অনেকের পারিবারিক ও সামাজিক জীবনে নেমে আসে অশান্তি। আমরা যদি ইমুকে ভালো কাজে ব্যাবহার করি তবে আমাদের জন্য মজ্ঞলজনক হবে।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি