Loading..

খবর-দার

২৮ নভেম্বর, ২০২০ ১১:৩৬ অপরাহ্ণ

সকল শিক্ষক এবং অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি

আসলে শিক্ষার মূল উদ্দেশ্যটা কি? 

শিক্ষা মানে শুধু মুখস্থ করে A+ পাওয়া, নতুন বছরে, নতুন শ্রেনীতে গিয়ে কি সব ভুলে যাওয়া?

আমরা কিন্তু সকলেই জানি তারপরও এই জানাটা কে পাশ কাটিয়ে নিজের ইচ্ছা গুলোকে আমাদের সন্তানের উপর চাপিয়ে দেই।

শিক্ষার কিন্তু একটা সিস্টেম আছে আমরা কেউই সিস্টেমের বাইরে  নয়। কিন্তু আমরা যদি সবাই চেষ্টা করি নিজের জায়গা থেকে ভাবি তাহলেই হয়তো পরিবর্তনের দিকে আমরা সবাই  ঝুঁকবো। 

কিন্তু এটাই বাস্তব, কিন্তু আবার কিছুক্ষণ পর ভুলে গিয়ে সন্তানকে বলব মুখস্ত কর, না হলে A+  পাবি না।

তাই আসুন একটু বদলাই, সকল শিক্ষক এবং অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি।