Loading..

খবর-দার

২৮ নভেম্বর, ২০২০ ১১:৪৪ অপরাহ্ণ

বৃটিশ ও আমিরিকান পদ্ধতি

 


সাধারণতঃ কম্পিউটারে আমেরিকান স্টাইলে তারিখ (mm/dd/yyyy) সেট থাকে। আমেরিকাতে আগে মাস ও পরে দিন লেখা হয়। কিন্তু আমাদের দেশে বৃটিশ পদ্ধতি (dd/mm/yyyy) প্রচলিত। অর্থ্যাৎ আগে দিন দিয়ে তারিখ শুরু হয়। যাদের কম্পিউটারে বৃটিশ ফরমেট সেট করা আছে তাদের জন্ম তারিখ এন্ট্রিতে কোন সমস্যা হবে না। যাদের আমেরিকান স্টাইল সেট করা আছে তাদেরও কোন সমস্যা হবে না, যদি তারা এন্ট্রি করার সময় আগে মাস ও পরে দিন এন্ট্রি করেন।


সমস্যা হবে তাদের ক্ষেত্রে যাদের মেশিনে আমেরিকান স্টাইলে তারিখ সেট করা আছে, কিন্তু তারা এন্ট্রি দিচ্ছেন বৃটিশ স্টাইলে। একটি উদাহরণ দিয়ে ব্যাপারটি ব্যাখ্যা করা যাক।


ধরুন, এক জনের জন্ম তারিখ ২০০৮ এর জুনের ১০ তারিখে। আপনার কম্পিউটারের তারিখ আমেরিকান ফরমেট। আপনার এন্ট্রি করা উচিত ০৬/১০/২০০৮ (যেহেতু আমেরিকান স্টাইলে আছে)। কিন্তু আপনি এন্ট্রি করলেন ১০/০৬/২০০৮। কম্পিউটার নিয়ে নিবে। কিন্তু সে এটাকে অক্টোবরের ৬ তারিখ হিসেবে নিবে। এখন ধরুন, অন্য একজনের জন্ম ২০০৮ সালের জুন মাসে ১৫ তারিখে। আপনি লিখলেন ১৫/০৬/২০০৮। কম্পিউার নিবে না। কারণ সে ১৫কে মাস ধরবে। আর ১৫ কোন মাস হতে পারে না।