Loading..

উদ্ভাবনের গল্প

০১ ডিসেম্বর, ২০২০ ০৮:৩৩ পূর্বাহ্ণ

স্বপ্ন কখনো বৃথা যায় না। .....................

২০০০ সাল ৮ম শ্রেনিতে পড়ি সেখান থেকেই স্বপ্ন দেখা শুরু আমি আমার মাদ্রাসাকে জেলার শ্রেষ্ট মাদ্রাসা হিসাবে দেখব, এবং আমি এই মাদ্রাসার শিক্ষক হব।

                                                                                               স্বপ্ন পূরন হলো

                                                        ২০১৪ সালের ডিসেম্বর মাসে আই সি টি  শিক্ষক হিসাবে যোগদান করলাম

ফলাফল প্রাপ্তি ২০১৮ সালে ,আমার স্বপ্নের দত্তেরচর পুরান বাট্টাজোড় মীর কামাল হোসেন দাখিল মাদ্রাসাটি জামালপুর জেলায় শ্রেষ্ট প্রতিষ্টানের গৌরব অর্জন করে। স্বপ্ন কখনো বৃথা যায়না। ৩য় শ্রেনি থেকে এই প্রতিষ্টানে শিক্ষা জীবন শুরু ,পড়েছি মাটিতে বসে, আর আজ ইটের তৈরী ভবন। ধন্যবাদ অত্র প্রতিষ্টানের সুপার আমার শিক্ষাগুরু জনাব এনামুল হক সহ সকল শিক্ষক/ কর্মচারীদের।


গোলাম ফারুক

আইসিটি শিক্ষক

দত্তেরচর পুরান বাট্টাজোড় মীর কামাল হোসেন দাখিল মাদ্রাসা,বকশিগঞ্জ,জামালপুর।

ICT4E জেলা শিক্ষক এম্বাসেডর জামালপুর।