Loading..

ভিডিও ক্লাস

০১ ডিসেম্বর, ২০২০ ০৫:৫৮ অপরাহ্ণ

বাংলা নববর্ষ ( ৮ম শ্রেণি)

বাংলা নববর্ষ বাঙালিরখেুবই গুরুত্বপূর্ণ উৎসব। আজকের বাংলাদেশ যে স্বাধীন হতে পেরেছে, তার পেছনে নববর্ষের প্রেরণাও সক্রিয় ছিল। কারণ পাকিস্তানিরা বাঙালির প্রাণের উৎসব নববর্ষ উদ্‌যাপনে বাধা দিয়েছিল এবং এর প্রতিবাদে রুখে দাঁড়িয়েছিল তারা। বাঙালির রাজনৈতিক ইতিহাসের সঙ্গে সাংস্কৃতিক ইতিহাস, বিশেষ করে নববর্ষ উদ্যাপনের ইতিকথা মিশে আছে। আজও নববর্ষে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। নববর্ষের উৎসব বাঙালির প্রাণের উৎসবে পরিণত হয়েছে।

ভালো থাকুন, সুস্থ থাকুন । আপনি ভালো থাকলে ভালো থাকবে দেশ । 

নিচে সচেতন হোন, বার বার সাবান দিয়ে হাত ধোন ।

আজ উপস্থাপন করছি অষ্টম শ্রেণির সাহিত্য কণিকা বই-এর প্রবন্ধকার শামসুজ্জামান খান রচিত এর লেখা বাংলা নববর্ষ প্রবন্ধটি ।

শিক্ষার্থী শিখতে পারবে -

 ১ . প্রবন্ধকার শামসুজ্জামান খান সম্পর্কে জানতে পারবে ।

২ . কঠিন শব্দ ও টীকা সম্পর্কে ধারণা লাভ করবে ।

৩ . বাংলা নববর্ষের উৎপত্তি ও বিকাশের বিভিন্ন দিক সম্পর্কে

     জ্ঞানলাভ করবে ।

৪ . বাঙালির সামাজিক ও রাজনৈতিক জীবনে বাংলা নববর্ষের 

     গুরুত্ব ও প্রভাব সম্পর্কে অন্যকে জানানোর যোগ্যতা অর্জন       করবে ।