Loading..

প্রেজেন্টেশন

০৮ ডিসেম্বর, ২০২০ ০৫:৩৭ অপরাহ্ণ

মুক্তিযুদ্ধকে জানি,

মুক্তিযুদ্ধকে জানি

উনিশ শ একাত্তরের মুক্তি যুদ্ধ ও বিজয় বাংগালীদের জীবনে এক গুরুত্ব পূর্ণ অর্জন।সারাদেশের ন্যায় আমাদের ফেনী জেলার ফুলগাজী উপজেলার মুন্সিরহাট এলাকা পিছিয়ে ছিল না।মুন্সিরহাটের মুক্তার বাড়ি ,জামুড়া ইত্যাদি ছিল অতি পরিচিত যুদ্ধ ক্ষেত্র ।বীর মুক্তিযোদ্ধা সাব সেক্টর কমান্ডার জাফর ঈমাম বীর বিক্রম এর নেতৃত্বে স্থানীয় মুক্তিযোদ্ধা ইমামুজ জামান ,মাষ্টার জাফর উল্ল্যাহ ,ফরিদ উদ্দিন মজুমদার,হাবিলদার নূর ইসলাম ,শহীদুল্লাহ,আবদুল মোমিন ,হাবিবুল্লা বাহার ,কাজী আমির উল্ল্যাহ ,মাষ্টার মোহাম্মদ উল্ল্যা প্রমূখ অসীম সাহসী মুক্তিযোদ্ধারা এই রনাজ্ঞনে যুদ্ধ করেন ।নতুন প্রজন্মকে বীর মুক্তিযোদ্ধারা তাদের  বীরত্ব এবং বংগবন্ধুর দিক নির্দেশনা মুলক বক্তব্যের তথ্য পেদান করেন ।শিক্ষার্থীরা প্রশ্নের মাধ্যমে মুক্তিযূদ্ধ ও বংগবন্ধুকে জানার চেষ্টা করে ।