মণিরামপুরে উদযাপিত হলো ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস

যদিও মানছি দূরত্ব, তবুও আছি সংযুক্ত- এই প্রতিপাদ্যকে সামনে রেখে মণিরামপুরে উদযাপিত হলো ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২০। শনিবার মণিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হোসেনের সভাপতিত্বে উক্ত সেমিনারে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান। অনুষ্ঠানের প্রথম অংশে স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্যায়ে আইসিটি ফর এডুকেশন জেলা অ্যাম্বাসেডরগন ও আইসিটি ট্রেইনারদের সম্পাদনায় উপস্থাপিত হয় ডিজিটাল বাংলাদেশের বিভিন্ন কর্মকান্ডের উপর তৈরি প্রেজেন্টেশন। সবশেষে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় সব আয়োজন। সেমিনারে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতামত দিন


মুহাম্মদ আহসান হাবিব
শ্রেণি উপযোগী ও মান সম্মত কনটেন্ট আপলোড করে বাতায়নকে সমৃদ্ধি করার জন্য ধন্যবাদ। লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভ কামনা রইলো। এ পাক্ষিকে আমার আপলোডকৃত ১০০তম কনটেন্ট দেখে লাইক ও রেটিংসহ আপনার মতামত দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি| মোবাইল- ০১৭৫৪৭৫৫১৬৯, https://www.teachers.gov.bd/content/details/828250 আমার বাতায়ন ID- ahsanhabib251281@gmail.com প্রোফাইল লিংক https://www.teachers.gov.bd/profile/Muhammad%20Ahsan%20Habib

কল্লোল চক্রবর্ত্তী
Happy New Year,লাইক ওপূর্ণ রেটিংসহ ধন্যবাদ। আমার কন্টেন্ট দেখার জন্য অনুরোধ করছি।

মোঃ মেহেদুল ইসলাম
আসসালামু আলাইকুম। শ্রদ্ধেয় প্যাডাগজি রেটার, এডমিন, সেরা কনটেন্ট নির্মাতা, শিক্ষক বাতায়নের সকল শিক্ষক- শিক্ষিকা ও আইসিটি জেলা অ্যাম্বাসেডর স্যারদের জানাই আন্তরিক শুভেচ্ছা http://teachers.gov.bd/content/details/803228

মাহবুবুল আলম (তোহা)
Best wishes sir, please visit my content https://www.teachers.gov.bd/content/details/799052
সাম্প্রতিক মন্তব্য