Loading..

খবর-দার

২২ ডিসেম্বর, ২০২০ ০৫:১৮ অপরাহ্ণ

আইসিটি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের রিফ্রেশার্স প্রশিক্ষণ বিরামপুর ইউ আর সি তে শুরু হয়েছে।
দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় স্বাস্থ্যবিধি মেনে গত ১৭-১২-২০২০ খ্রিঃ হতে উপজেলা শিক্ষা প্রশাসনের সহযোগিতায় আইসিটি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের রিফ্রেশার্স প্রশিক্ষণ বিরামপুর ইউ আর সি তে শুরু হয়েছে। আইসিটি প্রশিক্ষণপ্রাপ্ত প্রত্যেক শিক্ষক ও প্রত্যেক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ প্রশিক্ষণ গ্রহণ করবেন।
প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেনঃ
১। মোঃ আঃ ওয়াকিল - সহকারি উপজেলা শিক্ষা অফিসার বিরামপুর,দিনাজপুর।
২। মোঃ তৌফিকুল ইসলাম রবি
প্রধান শিক্ষক, মোহনপুর সপ্রাবি,বিরামপুর ও জেলা আ্যাম্বাসেডর,দিনাজপুর।
৩।মোঃ মামুনুর রশীদ, প্রধান শিক্ষক
বিরামপুর রেল কলোনী সপ্রাবি ও জেলা আ্যাম্বাসেডর,দিনাজপুর।
৩। মোঃ এ এফ এম বেনজির হক রিপন
সহকারি শিক্ষক, কেটরা সপ্রাবি, জেলা আ্যাম্বাসেডর, দিনাজপুর ও শ্রেষ্ঠ কনটেন্ট নির্মাতা এ টু আই।
প্রশিক্ষণে কন্টেন্ট তৈরি, শিক্ষা বাতায়নে আপলোড, কন্টেন্ট ডাউনলোড, শিক্ষক বাতায়নে সদস্য অন্তর্ভুক্তকরণ, মুক্তপাঠে সদস্য অন্তর্ভুক্ত, মুক্তপাঠে বিভিন্ন কোর্স সম্পর্কে অবহিতকরণ,ই-মেইল খোলা, ই-মেইল থেকে তথ্য আদান- প্রদান, গুগল ও ইউটিউব থেকে বিভিন্ন তথ্য ডাউনলোড ও সংরক্ষণ, প্রাথমিক শিক্ষা অধিপ্তর, ন্যাপ,প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েব সাইট পরিচিতি, কার্যক্রম, বিভিন্ন তথ্য সংগ্রহ, ই-প্রাইমারী সিস্টেম হালনাগাদ করণ,অনলাইন ক্লাস পরিচালনাসহ শিক্ষা বিষয়ে বিভিন্ন তথ্যের প্রাথমিক ধারণা।
সম্পূর্ণ বিনা সম্মানীতে, নিজস্ব উদ্যোগে, নিজস্ব অর্থায়নে উপজেলার সম্মানিতশিক্ষকেরা এ প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।