Loading..

খবর-দার

২৩ ডিসেম্বর, ২০২০ ১০:৪০ অপরাহ্ণ

শাপলা কাব অ্যাওয়ার্ড পরীক্ষার জন্য কতিপয় গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
শাপলা কাব অ্যাওয়ার্ড পরীক্ষার জন্য কতিপয় গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
১. কাব প্রতিজ্ঞা কি?
কাব স্কাউট প্রতিজ্ঞা :
আমি প্রতিজ্ঞা করছি যে,
* আল্লাহ ও আমার দেশের প্রতি কর্তব্য পালন করতে
*প্রতিদিন কারো না কারো উপকার করতে
*কাব স্কাউট আইন মেনে চলতে
আমি আমার যথাসাধ্য চেষ্টা করব।
(অন্য ধর্মালম্বীগণ ‘‘আল্লাহ’’ শব্দের পরিবর্তে নিজ নিজ ধর্মীয় বিশ্বাস মতে সৃষ্টিকর্তার নাম উচ্চারণ করতে পারবে)
Promise of Cub Scout : I promise that I will do my best
*to do my duty to Allah and my country
*to good to other everyday and
*to obey the Scout laws.
২. কাব আইন কয়টি ও কিকি?
কাব আইন দু’টি । ১. বড়দের কথা মেনে চলা। ২. নিজেদের খেয়ালে কিছু না করা।
Two laws of cub scouts :
1. to obey the elders; 2. cub scouts do not work at their will.
৩. কাব মটো (Motto) কি? ‘‘যথাসাধ্য চেষ্টা করা।’’ “Try to do my best.”
৪. স্কাউট শ্লোগানটি কি? ‘প্রতিদিন কারো না কারো উপকার করা’। “Do a good turn daily.”
৫. স্কার্ফের প্রান্ত বাঁধতে কোন গেরো ব্যবহার করা হয়? -ওভার হেড গেরো।
৬. শব্দার্থ লেখ :
রক সার্কেল--শিলাবৃত্ত,
প্যারেড সার্কেল--মহাবৃত্ত,
ওভার হেড গেরো—স্কার্ফের প্রান্ত বাঁধা,
কেলিক—টিম্বার হিচকে আরও মজবুত বা শক্ত করার জন্য গুঁড়ি টানার সময় এর উপরে বা সামনে একটি অতিরিক্ত প্যাচ লাগাতে হয়; এই প্যাচকে কেলিক বলে।
সালাত--নামাজ,
ম্যাফেকিং—দক্ষিণ আফ্রিকার একটি স্থানের নাম,
কাব—শাবক/বাচ্চা,
স্টিচ--সেলাই,
হেম—কাপড়ের ধার সেলাই করাকে হেম বলে।
স্কোয়ার বো—জুতার ফিতা বাঁধা,
গুড টার্ন নট—সৎ কাজের গেরো,
বোলাইন—জীবন রক্ষা গেরো,
রীফ নট—ডাক্তারী গেরো,
টিম্বার হিচ—গাছের গুঁড়ি টানা গেরো,
শীট ব্যান্ড—পাল গেরো,
ক্লোভ হিচ—বড়শি গেরো।
৭. সদস্য ব্যাজ অর্জনের জন্য দলে ভর্তির কত দিন পর দীক্ষা প্রদান করা হয়? কে দীক্ষা প্রদান করেন? তিন মাস পর। কাব লিডার।
৮. পতাকার ছবি দেখে দেশের নাম, রাজধানী, ভাষা, মুদ্রার নাম লেখ। (এই ব্লগে স্কাউট লেবেলে দেয়া আছে)
৯. ছবি দেখে গেরোগুলোর নাম ও ব্যবহার লেখ। (এই ব্লগে স্কাউট লেবেলে দেয়া আছে)
১০. বাংলাদেশ স্কাউটসের চীফ স্কাউটসের নাম লেখ। মহামান্য রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ।
১১. বাংলাদেশ স্কাউটসের সভাপতির নাম কি?
বাংলাদেশ স্কাউটস এর মাননীয় সভাপতি জনাব মোঃ আবুল কালাম আজাদ।
১২. বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনারের নাম কি?
বাংলাদেশ স্কাউটসের মাননীয় প্রধান জাতীয় কমিশনার ড. মোজাম্মেল হক খান।
১৩. গুড টার্ন কি কমপক্ষে দুটি উদাহরণ দাও। (ক) কোন শিশু বা অন্ধলোককে রাস্তা পারাপারে সাহায্য করা (খ) আগন্তুককে ঠিকানা বের করতে সাহায্য করা (গ) অপারগ শিক্ষার্থীকে পড়ালেখায় সাহায্য করা
১৪. শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জনের জন্য মোট কতটি পারদর্শিতা ব্যাজ অর্জন করতে হবে? এর মধ্যে কোন ব্যাজটি বাধ্যতামূলক ?
কমপক্ষে ১১টি। সাঁতার
১৫. কাব স্কাউটসের দক্ষতা ব্যাজ কয়টি ও কি কি? এই ব্যাজগুলো অর্জনে সর্বনিম্ন কত সময়ের প্রয়োজন? দক্ষতা ব্যাজ ৪টি। সদস্য, তারা, চাঁদ ও চাঁদ-তারা ব্যাজ। ১৫ মাস।
১৬. পরিবেশ কি কি কারণে দূষিত হয় এবং দূষণের হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কী?
১৭. ব্যাডেন পাওয়েল যে বই থেকে কাব দল গঠনের ধারণা লাভ করেন সেই বই ও তার লেখকের নাম কি?
বই- দি জাঙ্গল বুক। লেখক- রুডইয়ার্ড কিপলিং
১৮. একটি কাব দলে (ক) সর্বনিম্ন ও সর্বোচ্চ কতজন কাব থাকে? (খ) সর্বনিম্ন ও সর্বোচ্চ কতটি ষষ্ঠক থাকে?
(ক) সর্বনিম্ন ১২ জন ও সর্বোচ্চ ২৪ জন কাব থাকে। (খ) সর্বনিম্ন ২টি ষষ্ঠক ও সর্বোচ্চ ৪টি ষষ্ঠক থাকে।
১৯. সাতজন বীরশ্রেষ্ঠের নাম ও জন্মস্থান কোথায় লেখ।
নাম
জেলা
বীরশ্রেষ্ঠ মতিউর রহমান
ঢাকা
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ
নড়াইল
বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর
বরিশাল
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান
যশোহর
বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল
ভোলা
বীরশ্রেষ্ঠ আবদুর রউফ
ফরিদপুর
বীরশ্রেষ্ঠ রুহুল আমিন
নোয়াখালী
২০. কমপক্ষে কত বছর বয়স হলে কাব দলে ভর্তি হওয়া যায়? ৬+ বছর।
২১. কত বছর বয়স হলে একজন কাবসদস্য কাব দলে থাকতে পারে না? ১১ বছর।
২২. নিম্নোক্ত ব্যাজগুলো পোশাকের কোথায় পরিধান করতে হয়?
(ক) সাঁতার (পারদর্শিতা) ব্যাজ (খ) দক্ষতা ব্যাজ
(ক) স্কাউট পোশাকের শার্টের ডান হাতার কনুই ও কাঁধের মাঝখানে। (খ) দক্ষতা ব্যাজ (সদস্য ব্যাজ) স্কাউট পোশাক শার্টের বাম পকেটের মাঝখানে এবং অন্যান্য দক্ষতা ব্যাজ স্কাউট পোশাকের শার্টের বাম হাতার কনুই ও কাঁধের মাঝখানে পরিধান করতে হয়।
২৩. কাবিং শুরু হয় কত সালে? ১৯১৪ সালে।
২৪. বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীক অঙ্কন করে বর্ণনা দাও।
২৫. বাংলাদেশ স্কাউটসের মনোগ্রাম অঙ্কন কর।
২৬. প্যাক মিটিং কি?
প্যাক মিটিং হচ্ছে কাব প্রোগ্রাম বাস্তবায়নের জন্য ৬০-৯০ মিনিট ব্যাপী প্রশিক্ষণ দানের লক্ষ্যে নিয়মিত সপ্তাহিক কাব কর্মসূচী।
২৭. সার্কভূক্ত যে কোন একটি দেশের পতাকা অঙ্কন কর।
২৮. বাংলাদেশ স্কাউটসের অঞ্চলগুলোর নাম লেখ।
ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, কুমিল্লা, দিনাজপুর, রোভার, রেলওয়ে, নৌ এবং এয়ার অঞ্চল।
২৯. ইপিআই কর্মসূচিতে কয়টি রোগের টিকা দেয়া হয়? রোগগুলো কি কি?
ছয়টি। ডিপথেরিয়া, পোলিও, টিটেনাস, যক্ষ্মা, হাম, হুপিং কাশি।
৩০. নিয়ন্ত্রিত কাব দলের গ্রুপ কমিটির সভাপতি কে? প্রতিষ্ঠানের প্রধান।
৩১. কাব দলের সম্পাদক কে ? কাব লিডার।
৩২. স্কাউট দিবস হিসেবে পালন করা হয় কোন দিনটি? বিপি-র জন্মদিন, ২২ ফেব্রুয়ারি।
৩৩. ছবি দেখে পারদর্শিতা ব্যাজগুলোর নাম লেখ।
৩৪. পারদর্শিতা ব্যাজের গ্রুপ কয়টি ও কি কি? রঙধনু গ্রুপ কয়ভাগে বিভক্ত? দুইটি। সূর্য গ্রুপ এবং রঙধনু গ্রুপ। রঙধনু গ্রুপ ৭ ভাগে বিভক্ত।
৩৫. বিপি-র পুরো নাম লেখ। রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল (বি.পি)
৩৬. বিপি পিটি কয়টি? ছয়টি।
৩৭. জাতীয় ফুল, ফল, মাছ, গাছ, পাখি ও পশুর নাম লেখ। শাপলা, কাঁঠাল, ইলিশ, আমগাছ, দোয়েল, রয়েল বেঙ্গল টাইগার।