Loading..

মুজিব শতবর্ষ

২৭ ডিসেম্বর, ২০২০ ০৭:৩০ অপরাহ্ণ

পাবনা জেলা শিক্ষা অফিসার (ডিইও) মহোদয়ের আহবানে ICT4E DISTRICT AMBASSADOR, PABNA নিয়ে এক সফল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

♦বিশেষ মতবিনিময় সভা ***

--------------------------------------------------+++

স্থান: জেলা শিক্ষা অফিস, পাবনা 

[২৭ ডিসেম্বর'২০২০খ্রি.]

--------------------------------------------------+++

পাবনা জেলা শিক্ষা অফিসার (ডিইও), জনাব মো. মোসলেম উদ্দিন মহোদয়ের আহবানে ICT4E DISTRICT AMBASSADOR, PABNA নিয়ে এক সফল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অদ্য মিটিংএ ভার্চুয়ালী যুক্ত হোন জনাব মোহাম্মদ কবির হোসাইন স্যার, সহকারী অধ্যাপক, ঢাকা টিটিসি ও সংযুক্ত কর্মকর্তা, এটুআই, বাংলাদেশ। 


সভায় শুভেচ্ছা বক্তব্য দেন জনাব সুরাইয়া সুলতানা, অধ্যক্ষ, ইমাম গাযযলী গার্লস স্কুল এন্ড কলেজ, পাবনা। সভায় স্বতঃস্ফূর্ত আলোচনায় জনাব মোহাম্মদ কবির স্যার পেন্ডামিক পরিস্থিতিতে বর্তমান শিক্ষা ব্যবস্থা এবং ভবিষ্যৎ শিক্ষা নিয়ে কতিপয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি মুজিব শতবর্ষ উদযাপনে ঘোষিত "মডেল পাবনা" বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করেন শ্রদ্ধেয় জেলা শিক্ষা মহোদয়। 


এছাড়াও আজকের মতবিনিময় সভায় যে সকল  সিদ্ধান্ত গৃহীত হয়, তা হলো -


★মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী অত্র জেলাধীন শিক্ষকদের "শিক্ষক বাতায়ন" এ নতুন সদস্য বৃদ্ধিকরণ,  প্রোফাইল ১০০% আপগ্রেড ও যাচাইকরণ ;


★ উপজেলাভিত্তিক Ambassador ও আইসিটি ফোরামের সমন্বয়ে উপজেলা শিক্ষা অফিস ক্লাস্টার প্রশিক্ষণের ব্যবস্থা করবেন এবং তদারকি জোরদার করবেন ;


★গুণগত ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকল্পে এবং  মুজিবর্ষের উপহার হিসেবে নবম শ্রেনির শিক্ষার্থীদের Technological skilled করতে বেসিক কম্পিউটার শিক্ষা নিশ্চিত করণ ;


★মুজিব শতবর্ষ উদযাপনে জেলাধীন ১০০টি প্রতিষ্ঠান নিয়ে "বিতর্ক প্রতিযোগিতা" আয়োজন করণ, যার গ্রান্ড ফিনালে ২৬ মার্চ ২০২১ এর স্বাধীনতা দিবসে অনুষ্ঠিত হবে ;


★ফেব্রুয়ারী ২০২১ খ্রি. এর সুবিধামত তারিখে  Ambassador গণ এবং বাছাইকৃত দক্ষ ও সক্রিয় শিক্ষকদের নিয়ে মিলনমেলা অনুষ্ঠিত হবে, যার আয়োজক হবে জেলা শিক্ষা অফিস, পাবনা।


★উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মসূচিতে Ambassador গণকে উপজেলা শিক্ষা অফিস যোগ্যতাভিত্তিক কাজে লাগাবে ;


★করোনা যোদ্ধা হিসেবে স্বীকৃতিস্বরূপ "Online Class বা E-learning কার্যক্রমে অবদান রাখায়, সেই সকল শিক্ষকদের সন্মাননা প্রদান করবে জেলা শিক্ষা অফিস, পাবনা। 


সভায় আপ্যায়ন শেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সুস্বাস্থ্য কামনা করে অদ্যকার সভার মাননীয় সভাপতি জনাব মো. মোসলেম উদ্দিন সভার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেন। 

---------------------------+++

মো. আব্দুল বারী

সিনিয়র সহকারী শিক্ষক

বোয়াইলমারী কামিল মাদরাসা, সাঁথিয়া, পাবনা।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি