Loading..

উদ্ভাবনের গল্প

৩০ ডিসেম্বর, ২০২০ ০৩:০৫ অপরাহ্ণ

ইসলামে প্রতিবেশির অধিকার

মুহাম্মাদ আসআদুল্লাহ,

প্রভাষক,

সৈয়দ শাহ্ মোস্তফা কলেজ মৌলভীবাজার

০১৭১২৯৪৪২৯৬




প্রতিবেশীর সংজ্ঞা লিখতে পারবে;

প্রতিবেশীর প্রকারভেদ ও গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে

প্রতিবেশীর অধিকার ও কর্তব্য বিশ্লেষণ করতে পারবে।

 

 প্রতিবেশীকে ইংরেজিতে বলা হয়   Neighbor

আরবিতে বলা হয়     الجيران  

বাংলা প্রতিশব্দ নিকটে অবস্থানকারী

 

প্রতিবেশীর পারিভাষিক সংজ্ঞা

পাশাপাশি স্থায়ী বা অস্থায়িভাবে অবস্থানকারীকে প্রতিবেশী বলে

 

প্রতিবেশীর সংজ্ঞায় রাসুল (সা.)  ইরশাদ করেছেন

 أَرْبَعِيْنَ دَاراً أَمَامَهُ وَأرْبَعِيْنَ خَلْفَهُ َ وَأرْبَعِيْنَ عَنْ يَمينهِ  وَأَرْبَعِيْنَ عَنْ يَسَارِه



রাসুল (সা.) ইরশাদ করেছেন

وَاللهُ فِيْ عَوْنِ الْعَبْدِ مَا كَانَ الْعَبْدُ فِيْ عَوْنِ أَخِيْهِ


রাসুল (সা.) ইরশাদ করেছেন

يَا نِسَاءُ الْمُسْلِمَاتِ لَا تَحْقِرَنَّ جَارَةً لِجَارَتِهَا وَلَوْ فَرَسْنَ شَاةً


রাসুল (সা.) ইরশাদ করেছেন

مَنْ كَانَ يُؤْمِنُ بِاللهِ وَالْيَوْمِ الْأَخِرِ فَلاَ يُؤْذَ جَارَهُ

যে ব্যাক্তি আল্লাহকেয়ামত দিবসে ইমান রাখে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়

রাসুল (সা.) ইরশাদ করেছেন

اَوَّلُ خَصْمَيْنِ يَوْمَ الْقِيَامَةِ جَارَانِ

কিয়ামতের দিন প্রথমে ঝগড়াটে দুই প্রতিবেশীর মোকাদ্দমা পেশ করা হবে।–মুসনাদে আহমাদ


রাসুল (সা.) ইরশাদ করেছেন

مَنْ سَتَرَ مُسْلِمًا سَتَرَهُ اللهُ فِيْ الدُّنْيَا وَالْآخِرَةِ

যে ব্যক্তি অপর মুসলমান ভায়ের দোষ ত্রুটি গোপন রাখে আল্লাহ তার দোষ দুনিয়াআখেরাতে গোপন রাখবেন। --সহিহ মুসলিম