Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

৩০ ডিসেম্বর, ২০২০ ১০:৩২ অপরাহ্ণ

সমুদ্র স্রোতের উপর বায়ু প্রবাহের প্রভাব

নিয়ত বায়ূপ্রবাহ [Planetary or Permanent Wind]:- নিয়ত বায়ুপ্রবাহ হল সমুদ্র স্রোতের প্রধান কারণ । নিয়ত বায়ুপ্রবাহ নির্দিষ্ট পথে প্রবাহিত হওয়ার সময় সমুদ্র স্রোতকেও নিজের গতিপথের দিকে টেনে নিয়ে যায়, যেমন: (i) যেসব স্থানে আয়নবায়ু প্রবাহিত হয় সেইসব স্থানে উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিক থেকে নিরক্ষরেখার দিকে সমুদ্র স্রোত প্রবাহিত হয়, (ii) যেসব স্থানে পশ্চিমাবায়ু প্রবাহিত হয় সেইসব স্থানে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে সমুদ্র স্রোত প্রবাহিত হয়, আবার (iii) মেরুবায়ুর প্রভাবে পূর্ব দিক থেকে পশ্চিমে সমুদ্র স্রোত প্রবাহিত হয় 

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি