Best_Performing_Online_Teacher

#আলহামদুলিল্লাহ
কোভিড-১৯ পরিস্থিতিতে করোনা মোকাবেলায় গফরগাঁও উপজেলায় নেতৃত্বের জন্য অনলাইন ক্লাস পরিচালনা ও পারফরমেন্স এ বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ আমাকে #Best_Performing_Online_Teacher" নির্বাচিত করায় ময়মনসিংহ জেলার #জেলা_প্রশাসন কর্তৃক সম্মাননা প্রদান করা হয়। আমাকে এই সম্মান প্রদান করায় মান্যবর #জেলা_প্রশাসক জনাব মিজানুর রহমান স্যার, মাননীয় জেলা শিক্ষা অফিসার জনাব মোঃ রফিকুল ইসলাম স্যার সহ সংশ্লিষ্ট সবাই কে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। জেলা আইসিটি শিক্ষক ফোরাম, উপজেলা আইসিটি শিক্ষক সহকর্মীবৃন্দ. আমার প্রতিষ্ঠান প্রধান, আমার সহকর্মীবৃন্দ সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।আপনাদের সহযোগিতা, দোয়া এবং ভালোবাসায় এটা সম্ভব হয়েছে।

মতামত দিন


মোহাম্মদ মাসুদ রানা
শুভকামনা রইল আপনার প্রতি। আমার ০১/০১/২০২১ তারিখের ৩৫তম সপ্তম শ্রেনির ২য় অধ্যায়ের পাঠ-“মেমোরি ও স্টোরেজ ডিভাইস” কনটেন্ট দেখে রেটিং সহ মতামত প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। সৃষ্টিকর্তা আপনার মঙ্গল করুন।

লুৎফর রহমান
লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভ কামনা রইলো। আমার এ পাক্ষিকে আপলোডকৃত ৪৯ তম কনটেন্টটি দেখে লাইক,গঠন মূলক মতামত ও রেটিং প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। কনটেন্ট লিংকঃ https://www.teachers.gov.bd/content/details/821516 Blog link: https://www.teachers.gov.bd/blog-details/587794

শাহ মোহাম্মদ লুৎফুল হায়দার
ইংরেজী নববর্ষের শুভেচ্ছা। সুচিন্তিত মতামত প্রদান করার জন্য আপনাকে ধন্যবাদ।
সাম্প্রতিক মন্তব্য