Loading..

খবর-দার

০২ জানুয়ারি, ২০২১ ০৮:৩৮ পূর্বাহ্ণ

ইন-হাউজ প্রশিক্ষণ, ছাতক উপজেলা ।

সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের আয়োজনে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে পর্যায়ক্রমে দুইজন শিক্ষকের অংশগ্রহণে বিভিন্ন প্রতিষ্ঠানে চলছে ইন হাউস প্রশিক্ষণ । উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার , ছাতক, সুনামগঞ্জ জনাব পুলিন চন্দ্র রায় এই উদ্যোগটি গ্রহণ করেছেন । ছাতক উপজেলায় পর-পর দুটি ইন-হাউজ প্রশিক্ষণ হওয়ার পর আগামী ০৪/০১/২০২১ ইং তারিখে মঈন পুর উচ্চ বিদ্যালয়ে ৩য় ইন-হাউজ প্রশিক্ষণ অনুষ্টিত হবে । তাঁকে সহযোগীতা করছেন ছাতক উপজেলার ICT4E District Ambassador বৃন্দ । এই রকম ইন হাউস আয়োজন করায় শিক্ষকবৃন্দ খুবই উপকৃত হচ্ছেন । তাঁরা শিক্ষক বাতায়নে সদস্য হচ্ছেন এবং সব সময় সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করছেন । পাশাপাশি তাঁরা কিভাবে ইমেইল পাঠাবেন, গুগল ড্রাইভে/ ইউটিউবে কিভাবে ভিডিও আপলোড করা যায় ও পাঠানো যায় , তাও আয়ত্ব করে নিচ্ছেন । এছাড়া, ভিডিও ক্লাস রেকর্ড করে কিভাবে সাইজ ছোট করা যায়, তাও দেখিয়ে দেয়া হচ্ছে । এমন একজন উদ্যমী শিক্ষা অফিসার পেয়ে আমরা ছাতকের শিক্ষক সমাজ গর্বিত । স্যারকে অসংখ্য ধন্যবাদ ।