Loading..

প্রেজেন্টেশন

০৫ জানুয়ারি, ২০২১ ০৩:৪৫ অপরাহ্ণ

জলবায়ু ও দুর্যোগ-- নদী ভাঙ্গন-বাংলাদেশ ও বিশ্বপরিচয়-৫ম-কামরুল হাসান আহমেদ - সহকারী শিক্ষক- শালগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, আদমদীঘি,বগুড়া।

এই পাঠ শেষে শিক্ষার্থীরা---

নদী ভাঙ্গন কী তা বলতে পারবে।নদী ভাঙ্গনের ক্ষয়ক্ষতি বর্ণনা করতে পারবে । 

জলবায়ু ও দুর্যোগ-- নদী ভাঙ্গন-বাংলাদেশ ও বিশ্বপরিচয়-৫ম-কামরুল হাসান আহমেদ  - সহকারী শিক্ষক- শালগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, আদমদীঘি,বগুড়া।

একে একে ৪২ টি প্রেজেন্টেশন আপলোড করেছি, ৩১ টি ব্লগ,৪১টি চিত্র,৩৩টি ভিডিও কনটেন্ট, ১০২ টি লাইভ শ্রেণিপাঠদান ও যুক্ত করেছি কিন্তু সেরা কনটেন্ট নির্মাতা এখন হতে পারিনি। আমার অযোগ্যতাগুলো দয়া করে চিহ্নিত করুন। আমি পরবর্তীতে তা শুধরে নিব। না হলে হাল ছেড়ে দিব সেরা কনটেন্ট হবার। আর যদি উত্তর দিতে না পারেন তবে একথা পরিস্কার যে তেল না মারলে শুধু কাজ দিয়ে সেরা হওয়া যায় না। 

জীবন পরিবর্তনশীল।