Loading..

ম্যাগাজিন

০৮ জানুয়ারি, ২০২১ ১০:৫৭ পূর্বাহ্ণ

আমার পরিণতি- কামরুল হাসান আহমেদ -শিক্ষক , গবেষক ।

আমার পরিণতি



কামরুল হাসান আহমেদ

শিক্ষক , গবেষক ।

 মানুষের পেট যখন আমার পরিণতি।

পাচক রসে ভিজে, কলিজা রসে সিক্ত হয়ে,

শক্তিরুপে প্রাণী যন্ত্রের প্রতিটি ক্ষুদ্রতম কণায়,

ধমনী বেয়ে অন্তর ঘরের,

মূল আবেগীয় ক্রিয়াকর্ম সৃষ্টিতে

ঈশ্বরের নিয়োগ পেয়ে।

আমার কর্ম হতে ,

একদিনের জন্য নয়, আমি সরে গিয়েছি।

বন্দনা তব! বন্দনা করি

উঁচু তব করি শির।

অবনত শুধু তোমার কাছে নদীর মত তীর।

হে মহান সত্তা, রহমান।

ত্বকে সৃষ্ট হয়ে, আজকে আমি ধান।

খাদ্যরূপে জগৎ মাঝে -

সূর্য চন্দ্রের সাথে গড়েছি মায়ার টান।

চালের নাম বাসুমতী।

মানুষের পেট যখন আমার পরিণতি।

বাসুমতী কি? ভবভূতি কি?

এসব আমার নাম।

প্রাণীর পেটে ঢুকে পৌঁছে যাব রক্তরসে।

রক্ত থেকে শঙ্কাবতী, ডঙ্কা মেরে নির্গত হই।

পরিমাণে বেশি ওজনে কম,

নাইট্রোজেন মাটিতে মিশে

আবার আসি শস্য হয়ে।

আমারও প্রাণ আছে।

শস্যদানা মরে না রূপান্তর ঘটে মাত্র।

প্রাণীকুল রক্ষায় ঋতু বদলে,

ক্ষুধার নিবৃত্তি ঘটানো যার প্রবৃত্তি।

মানুষের পেট

 যখন আমার পরিণতি।

কাঁকড়ার সাথে আমার বনে ভালো।

খোলস ফেটে দুজনের যখন জন্ম পদ্ধতি একই।

হ্যাঁ।

আমি শস্য দানা।

পূর্বপুরুষদের ছেঁটে আমাকে বের করেছে শুধু ক্ষুধা নিবৃত্তির জন্য।

আমার কি কোন অধিকার নেই? কথা বলবার যে,

আমি তাদের পেটে যেতে চাই-

ক্ষুধার রাজ্যে যারা খাদ্যহীন।

আমি তো বৈষম্যের নই!

আমি তো মুনাফাখোরদের অর্থযোগিতা নই।

আমি তো গোপন কক্ষে দীর্ঘদিন বন্দির জন্য নই।

ওরা তো সোনা- দানা -হীরা -জহরত -মণি-মুক্তা

এমন কিছুই চায় না।

চায় না দামি কোন কিছু।

শুধু ক্ষুধার জন্য এই পথে নেমেছে ওরা।

যখন আমি আছি বন্দি।

আমার মুক্তি ওদের শক্তি মাঝখানে আজ তালা।

অর্থের কারণে মজুদদারদের গাঁ করে আজ জ্বালা।

ওদের মাটি, ওদের দেশ , ওরাই আমায় পাবে।

আটকায় কে? বন্দী কর ওদের?

চাউলা - কাউলা চোর যত।

তবুও শস্যদানা আমি, আমিও অধিকারী।

মানুষের পেটে যখন আমার পরিণতি।    

 

কামরুল হাসান আহমেদ

শিক্ষক , গবেষক । 

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি