Loading..

খবর-দার

১০ জানুয়ারি, ২০২১ ১০:৫৫ অপরাহ্ণ

ইএফ টি এর মাধ্যমে বেতন প্রদান ।

গুনগত শিক্ষাবাস্তবায়নের ক্ষেত্রে সরকারের ভুমিকা অগ্রগন্য। খবরে প্রকাশ বে-সরকারী শিক্ষক/কর্মচারী বৃন্দ আগামি দিনে ইফ টি র(ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফারের) মাধ্যমে সরাসরি নিজ নিজ ব্যাংক একাউন্ট হতে বেতন ভাতাদী উত্তোলন করতে পারবে। নিঃ সন্দেহে সরকার প্রশংসার দাবীদার। এটি বাস্তবায়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে গন প্রজাতন্ত্রী বাংলাদেশ  সরকারের শিক্ষা মন্ত্রনালয়, মাধ্যমিক ও ঊচ্চ শিক্ষা অধিদপ্তর, ব্যানবেইজ, অর্থ মন্ত্রনালয়। প্রত্যেক দফতরের সংশ্লিষ্ট কর্মকর্তা/ কর্মচারী কে জানাই এ দেশের বে সরকারী শিক্ষক সমাজের  পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধার্ঘ ও মোবারক বাদ।আশা করি সারাদেশের শিক্ষক /কর্মচারীদের নামের বানানের ভুল ভ্রান্তি থাকলে সহজ উপায়ে সমাধানের ব্যবস্থা করে অতি অল্প সময়ে ই এফ টি এর মাধ্যমে বেতন ভাতাদি  প্রদানে বাধিত করবে সংশ্লিষ্ট দফতর।

কাজী মোঃ শাহানুর আলম

সহঃ শিক্ষক(গনিত)

পলিটেকনিক উচ্চ বিদ্যালয়, রংপুর

ও জেলা এম্বাসেডর, রংপুর।