Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১৯ জানুয়ারি, ২০২১ ১০:১০ অপরাহ্ণ

নতুন বই পড়ব,সুন্দর জীবন গড়ব।

আলোকিত জীবনের প্রথম ও প্রধান উপকরণ হচ্ছে বই।জগতে শিক্ষার আলো,নীতি-আদর্শ,সাহিত্য-সংস্কৃতি,ইতিহাস-ঐতিহ্য,কৃষ্টি-সভ্যতা সবই জ্ঞানের প্রতিক বইয়ের মধ্যে নিহিত রয়েছে।বই পড়া থেকে আনন্দ,বুদ্ধি ও সক্ষমতা অর্জিত হয়।পাঠাভ্যাস মানব প্রকৃতিকে নিখুত করে এবং তা আবার অভিজ্ঞতার দ্বারা নিকষিত হয়।পাঠে পাওয়া যায় পথের দিশা।জ্ঞানের মহা সমুদ্রের কল্লোল শোনা যায় বইয়ের পাতায়।তাই শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহী করতে হবে।বিদ্দ্যালয়েরর আঙ্গিনা শিশু বান্ধব ও পাঠ উপযোগী করতে হবে।প্রতিটি ঘরে তৈরি করতে হবে পাঠাগার।কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন "ভালো বই আত্ম শুদ্ধির শ্রেষ্ঠ উপায়"।তাই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে শৈশব থেকেই।

https://youtu.be/6u5pgHM1Oyw

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি