Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১৯ জানুয়ারি, ২০২১ ১১:৪২ অপরাহ্ণ

হাসনাহেনা

হাসনাহেনা বাংলাদেশের একটি জনপ্রিয় ফুল। এটি একটি লতানো ঝোপাল ধরনের গাছ। হাসনা হেনা সাদামাটা ফুল, তবু কিছুতেই এড়ানো যাবে না। এমনই গন্ধের জোয়ার যেখানেই ফুটুক জানান সে দেবেই। ওয়েস্ট ইন্ডিজের প্রজাতি এরা। বছরে কয়েকবার ফুল ফোটে। ডালের গায়ে অজস্র সাদা সাদা তিল থাকে। এদের নাম ল্যান্টিসেল। পাতার গোড়া বা ডালের ও আগায় ফুলের ছোট ছোট থোক বা ডালের ও আগার ফুলের ছোট ছোট থোকা সন্ধ্যায় ফোটে ও সুগন্ধ ছড়ায়।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি