Loading..

শিক্ষায় অগ্রযাত্রা

২১ জানুয়ারি, ২০২১ ১০:৪৯ পূর্বাহ্ণ

প্রাথমিকের ১৩তম গ্রেড নিয়ে অর্থ মন্ত্রণালয়ের আদেশ জারি।

প্রাথমিকের ১৩তম গ্রেড নিয়ে অর্থ মন্ত্রণালয়ের আদেশ জারি। 


আদেশে বলা হয়, সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা ২০১৯ জারির পূর্বে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা যারা কর্মরত আছেন তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলপূর্বক বেতন গ্রেড নির্ধারণে নিম্নোক্ত শর্তে নির্দেশক্রমে অর্থ বিভাগের সম্মতি জ্ঞাপন করা হলো।


সরকারের ঘোষণার পর দীর্ঘ ১১ মাস পার হলেও এখনো বাস্তবায়ন হয়নি প্রাথমিক শিক্ষকদের ১৩তম গ্রেড। এছাড়াও কোন শিক্ষক এ বেতন গ্রেড পাবেন বা পাবেন না সেটা নিয়ে শিক্ষকদের মধ্যে চলছিলো নানা গুঞ্জন। তবে মঙ্গলবার ১৩তম গ্রেড নিয়ে অর্থ মন্ত্রণালয় একটি সরকারি আদেশ জারি করেছে। এর ফলে ২০১৯ এর আগে নিয়োগপ্রাপ্ত সকল শিক্ষক ১৩তম গ্রেড পাবেন। 


অর্থ মন্ত্রণালয়ের অর্থবিভাগ থেকে প্রকাশিত আদেশে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব রওনক আফরোজা সুমা।

আদেশে বলা হয়, সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা ২০১৯ জারির পূর্বে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা যারা কর্মরত আছেন তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলপূর্বক বেতন গ্রেড নির্ধারণে নিম্নোক্ত শর্তে নির্দেশক্রমে অর্থ বিভাগের সম্মতি জ্ঞাপন করা হলো।


এ বিষয়ে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মো. শামসুদ্দিন মাসুদ বাংলাদেশ জার্নালকে বলেন, এরফলে যেসব শিক্ষক এসএসসি পাস সেসব শিক্ষকও ১৩তম গ্রেড পাবেন। এজন্য তিনি অর্থ মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান।


প্রাথমিকের সহকারী শিক্ষক মাহবুবর রহমান বাংলাদেশ জার্নালকে বলেন, পরবর্তীতে শিক্ষক নিয়োগের জন্য অনার্সে ২য় বিভাগ প্রয়োজন হবে। এর নিচের শিক্ষাগত যোগ্যতার কেউ প্রাথমিকে আবেদন করতে পারবেন না।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি