Loading..

ভিডিও ক্লাস

২৩ জানুয়ারি, ২০২১ ০৯:৪৭ অপরাহ্ণ

সন্ধি

৮ম শ্রেণি, বিষয় – বাংলা (ব্যাকরণ অংশ)

বিশেষ পাঠ – সন্ধি

১. শিখন ফল-

ক. সন্ধির সংজ্ঞা ও প্রকারভেদ বলতে পারবে।

খ. বাংলা ও তৎসম সন্ধি সম্পর্কে বলতে পারবে।

গ. তৎসম সন্ধি ও বিসর্গসন্ধির প্রকারভের ব্যাখ্যা করে উদাহরণ দিতে পারবে।

 

২. পাশাপাশি অবস্থিত দুটো ধ্বনির মিলনের ফলে যদি এক ধ্বনি সৃষ্টি হয়, তবে তাকে সন্ধি বলে।

সন্ধি শব্দের অর্থ মিলন। দুটো ধ্বনির সন্ধিতে প্রথম শব্দের শেষ ধ্বনি এবং পরের শব্দের প্রথম ধ্বনির মিলন ঘটে। সন্ধির ফলে নতুন নতুন শব্দের সৃষ্টি হয়। কথা বলার সময় শব্দের উচ্চারণ সহজ হয়। ভাষা সংক্ষিপ্ত হয় এবং শুনতে ভালো লাগে।

সন্ধিতে ধ্বনির চার ধরনের মিলন হয়ঃ
১. উভয় ধ্বনি মিলে একটি ধ্বনি হয়।
২. একটি ধ্বনি বদলে যায়।
৩. একটি ধ্বনি লোপ পায়।
৪. উভয় ধ্বনির বদলে নতুন ধ্বনির সৃষ্টি হয়।

*    বাংলা সন্ধি দু প্রকারঃ    ১. স্বরসন্ধি, ২. ব্যঞ্জনসন্ধি।

*    বাংলা ভাষায় অনেক সংস্কৃত শব্দ কোনো রকম পরিবর্তন ছাড়া ব্যবহৃত হয়। এগুলোকে তৎসম শব্দ বলে। এসব তৎসম শব্দের সন্ধি সংস্কৃতের নিয়মেই হয়। তাই সংস্কৃতের নিয়ম মেনে বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম শব্দের সন্ধি ৩ প্রকার।

যথা : ক. স্বরসন্ধি         খ. ব্যঞ্জনসন্ধি    গ. বিসর্গসন্ধি

 

*   বিসর্গ (ঃ)-এর সঙ্গে স্বরধ্বনি কিংবা ব্যঞ্জনধ্বনির যে সন্ধি হয়, তাকে বিসর্গসন্ধি বলে। উচ্চারণের দিক থেকে বিসর্গ দু রকম

৩. পাঠ-বিশ্লেষণ – ভিডিওতে ব্যাখ্যা সহ বিশ্লেষণ দেওয়া আছে।

 

 

কর্ম- অনুশীলন

১. সতী ঈশ বাবু মাধ্যমিক বিদ্যা আলয়ের শিক্ষক। তার অহম কার নেই, তিনি সম্ গীত ভালোবাসেন। উদ্ধৃতাংশে মোটা দাগ দেয়া শব্দগুলোর সন্ধি কর। তোমার পছন্দমতো এ রকম আরও কয়েকটি শব্দের বাক্য লেখ।

২. তুমি আজ সারা দিন যাদের কথাবার্তা শুনেছ, সেসব কথার মধ্যে থেকে মনে করে ১০টি সন্ধিবদ্ধ শব্দ বের কর। তারপর সেগুলোকে আলাদা করে কোন প্রকার সন্ধি তা লেখ। যেমন: তোমার বাবা বললেন, "দোকান থেকে পাশসের আলু, গোটা পাঁচেক কাঁচকলা আর এক কৌটা গব্য-ঘৃত নিয়ে এস তাড়াতাড়ি। দেখ, যেন বেশকম না হয়।" - এখানে সন্ধিবদ্ধ শব্দগুলো হচ্ছে

পাশের, পাচেক, কাঁচকলা, গব্য, বেশকম।
পাশের = পাঁচ + সের = ব্যঞ্জনসন্ধি
পাচেক = পাঁচ + এক = ব্যঞ্জনসন্ধি
কাচকলা = কাঁচা + কলা = ব্যঞ্জনসন্ধি
গব্য= গো + য = ব্যঞ্জনসন্ধি
বেশকম = বেশি + কম = ব্যঞ্জনসন্ধি

৩. বহিষ্কার, আবিষ্কার, নমস্কার, পুরস্কার শব্দগুলো সন্ধির কোন নিয়ম মেনে গঠিত হয়েছে? নিয়মগুলো লেখ এবং সে নিয়ম অনুযায়ী তোমার পাঠ্য বই থেকে আরও কয়েকটি শব্দ খুঁজে নিয়ে একটি তালিকা তৈরি কর।

 

 

মোঃ সিরাজুল আমিন চৌধুরী

সহকারী শিক্ষক (বাংলা)