Loading..

প্রেজেন্টেশন

০১ ফেব্রুয়ারি , ২০২১ ১০:২৬ পূর্বাহ্ণ

জীবন-সঙ্গীত (নবম-দশম শ্রেণি)

জীবন কবির দৃষ্টিতে একটি যুদ্ধক্ষেত্র । এখানে সকলেই যোদ্ধা । শক্তিশালী যারা তারা প্রাণের তোয়াক্কা করবে না । কাপুরুষের মতো লুকিয়ে থাকবে না । এই ক্ষণিকের পৃথিবীতে মহিমা দূর্লভ। তাই এই লক্ষে সবাই নিজকাজে রত হয়ে সফলতা অর্জন করতে হবে । 


ভালো থাকুন, সুস্থ থাকুন । আপনি ভালো থাকলে ভালো থাকবে দেশ । 

করোনার সেকেন্ড ওয়েভে নিচে সচেতন হোন, বার বার সাবান দিয়ে হাত ধোন ।


আজ উপস্থাপন করছি নবম-দশম শ্রেণির বাংলা সাহিত্য বই-এর বাংলার মিল্‌টন খ্যাত কবি হেমচন্দ্র বন্ধ্যোপাধ্যায় রচিত জীবন-সঙ্গীত কবিতাটি।

শিক্ষার্থী শিখতে পারবে -

১ । কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় এর জীবন সম্পর্কে বর্ণনা করতে   পারবে ।

২ । কঠিন শব্দের অর্থ বলতে পারবে ।

3 । কবিতাটি প্রমিত উচ্চারণে পড়তে পারবে

৪ । কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় গভীর মমত্বের সঙ্গে যে জীবনের কথা  

     বলেছেন তা ব্যাখ্যা করতে পারবে ।