Loading..

খবর-দার

০১ ফেব্রুয়ারি , ২০২১ ০৭:৩২ অপরাহ্ণ

পিকনিক হোক ডিজিটাল!
পিকনিক হোক ডিজিটাল!
আমরা গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার ICT4E জেলা অ্যাম্বাসেডর। সিদ্ধান্ত হলো, প্রতি সপ্তাহে আমাদের উপজেলার কোন উন্নত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে মোবাইলে কল দিবো। উক্ত প্রতিষ্ঠানে সকল অ্যাম্বাসেডর একত্রিত হবো। নির্দিষ্ট দিনে প্রতিষ্ঠানের সকল শিক্ষককে উপস্থিত থাকতে প্রতিষ্ঠান প্রধানকে অনুরোধ করবো। স্বাগতিক প্রতিষ্ঠানের সকল শিক্ষককে শিক্ষক বাতায়নের সদস্য করতে সহায়তা করবো, কন্টেন্ট ব্লগ ইত্যাদি আপলোড ডাউনলোড লাইক কমেন্ট রেটিং করা শিখাবো। মুক্তপাঠের সদস্য করবো, নিজের দক্ষতা বৃদ্ধিতে মুক্তপাঠের গুরুত্ব বুঝাবো। কীভাবে মুক্তপাঠ থেকে কোর্স করতে হয়, কুইজ সাবমিট করতে হয়, কীভাবে সার্টিফিকেট পাওয়া যায় ইত্যাদি শিখাবো। প্রোফাইল কীভাবে আপডেট করতে হয়, কীভাবে ছবি আপলোড করতে হয়, জেলা অ্যাম্বাসেডর এর কার্যকারীতা, কীভাবে অ্যাম্বাসেডর হতে হয় ইত্যাদি ব্যপারে দিন ব্যাপী আলোচনা করবো।
পরিকল্পনা মোতাবেক আজ শুরু করেছি আমাদের 'পিকনিক হোক ডিজিটাল' পর্ব-১!
আজকের ডিজিটাল পিকনিক শুরু হয়েছে চুপাইর বালিকা উচ্চ বিদ্যালয়ের মধ্য দিয়ে। এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব রেনুকা ইয়াসমিন আমাদের প্রস্তাব খুশিমনে গ্রহণ করেছেন। আজ দিন ব্যাপী আমরা এই বিদ্যালয় এর শিক্ষকদের সাথে ডিজিটাল সম্পর্ক গড়ে তুলি। আমাদের শিডিউল মোতাবেক কার্যক্রম করি। জনাব রেনুকা ইয়াসমিন এর সাথে দুপুরের খাবার গ্রহণ করি। চা খেতে খেতে আরও ঘন্টা খানেক সময় অন্যান্য বিষয়েও কথোপকথন চলে। খুব সুন্দর একটি দিন আজ আমরা অতিবাহিত করেছি। আমরা উভয় পক্ষ আনন্দঘন পরিবেশে সবার জন্য
শুভ কামনা
করে দিনের শেষের দিকে যে যার গন্তব্যে ফিরে আসি।