Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১১ ফেব্রুয়ারি , ২০২১ ১১:৫১ অপরাহ্ণ

সুলতান সুলেমান

অটোমান বা উসমানী সাম্রাজ্যের বাদশাহদের ক্ষমতা ও দাপট এত বেশী ছিল যে তাদের সামনে কোন মানুষ মাথা উঁচু করে কথা বলতে পারত না। বিশাল দক্ষ সেনাবাহিনী,প্রচুর পরিমাণ অস্ত্র ও অঢেল অর্থের সামনে অন্য কোন সুলতান বা বাদশাহ মুখোমুখি হওয়ার সাহস পেতেন না। অটোমানদের ৬২৪ বছরের শাসনামলে তাদের রাজধানী কে বাইরের কোন শক্তি আক্রমণ করার সাহস করেনি যদিও সাম্রাজ্যের শেষের দিকে তাদের প্রতিপত্তি অনেক কমে গিয়েছিল। সুলতান সুলেমান হাঙ্গেরির বিরুদ্ধে মোহাচের প্রান্তে মাত্র দেড় ঘণ্টায় যুদ্ধ জয় করেন,সে যুদ্ধে হাঙ্গেরির লুই নিজেও মৃত্যুবরণ করেন। বর্তমান বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্র ফ্রান্সও সে সময় অটোমানদের সাথে মিত্রতা করতে বাধ্য হয় এবং তারাও অটোমান বিভিন্ন হারে কর ও উপঢৌকন পাঠাতো। সুলতান সুলেমানের সময় অটোমান স্থল ও নৌ উভয় দিকে ই অপরাজেয় ক্ষমতার অধিকারী,তাদের মুখোমুখি হওয়ার মত সাহস কেউ দেখাত না সে সময়। বাবা সেলিমের মত সুলতান সুলেমানও সাফাভিদের বিরুদ্ধে যুদ্ধ করেন। পারস্যের রাজা শাহ্‌ তাহমাস্প এর বিরুদ্ধে যুদ্ধে করেন এবং বাগদাদ ছিনিয়ে নেন। সুলতান সুলেমান যেমন তার সাম্রাজ্য কে ক্ষমতা ও দাপটের দিক দিয়ে উচ্চতর আসনে নিয়ে গিয়েছিলেন তার পরবর্তী সুলতানেরা সেটা আর বৃদ্ধি করতে সক্ষম হন নি। পরবর্তীতে সুদক্ষ সুলতানের অভাবে সাম্রাজ্যের দাপট ধীরে ধীরে কমতে থাকে। ১৫২০ সাল থেকে ১৫৬৬ পর্যন্ত ৪৬ বছর সুলতান সুলেমান যখন শাসন করেছেন তখন তিন মহাদেশের বাদশাহ হিসেবে তাকে কেউ মেনে নিতে অস্বীকার করার সাহস পায়নি, যারা এই দুঃসাহস করেছে তাদের পরিণতি খুব খারাপ হয়েছে। সুলতান সুলেমানের পূর্বে তার বাবা প্রথম সেলিমের ক্ষেত্রেও বিষয়টি ছিল প্রায় একই রকম ছিল। কিন্তু সুলেমানের মৃত্যুর পর থেকে এই সাম্রাজ্যে যোগ্য শাসকের অভাবে দিন দিন জৌলুস হারাতে বসে।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি