Loading..

প্রকাশনা

২৫ নভেম্বর, ২০১৩ ১২:০০ পূর্বাহ্ণ

৯ম এনটিআরসিএ পরীক্ষায় পাসের হার ৩১.৩০ শতাংশ
RAFIQUL ISLAM ৯ম এনটিআরসিএ’র ফল প্রকাশ করা হয়েছে। এবার স্কুল পর্যায়ে পাসের হার ৩১.৩৮% এবং কলেজ পর্যায়ে পাসের হার ৩১.১৬% এবং সার্বিক পাসের গড় হার ৩১.৩০%। গত ২৩ ও ২৪ আগস্ট ২০১৩ তারিখে অনুষ্ঠিত ৯ম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। এবারের এ পরীক্ষায় স্কুল পর্যায়ে ১,৫৯,৫৯৮ জন ও কলেজ পর্যায়ে ৮২,৮৫৩ জন অর্থাৎ মোট ২,৪২,৪৫১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন। তাঁদের মধ্যে স্কুল পর্যায়ে ৪৮,৪৫৫ জন এবং কলেজ পর্যায়ে ২৭,৪৪৩ জন অর্থাৎ মোট ৭৫,৮৯৮ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। মোট উত্তীর্ণদের মধ্যে পুরুষ ৫০,০৮৪ (স্কুল পর্যায়ে ৩১,৬৫৬ ও কলেজ পর্যায়ে ১৮,৪২৮) জন এবং মহিলা ২৫,৮১৪ (স্কুল পর্যায়ে ১৬,৭৯৯ ও কলেজ পর্যায়ে ৯,০১৫) জন। উল্লেখ্য, ৯ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা, ২০১৩ -এ স্কুল পর্যায়ে ৪৪টি এবং কলেজ পর্যায়ে ৩৬টি, মোট ৮০টি বিষয়ে নিবন্ধন পরীক্ষা গ্রহণ করা হয়। পরীক্ষার ফলাফল http://ntrca.teletalk.com.bd ওয়েবসাইট থেকে জানা যাবে। তাছাড়া কৃতকার্য প্রার্থীদের ফল টেলিটক বিডি লিঃ কর্তৃক এসএমএস-এর মাধ্যমেও জানিয়ে দেয়া হবে।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি