Loading..

খবর-দার

১৯ ফেব্রুয়ারি , ২০২১ ০১:০৯ অপরাহ্ণ

অবশেষে মঙ্গল গ্রহে অবতরণ করল নাসার রোবট যান

গত সাত মাস ধরে রুদ্ধশ্বাস  অপেক্ষার পর মার্কিন মহাকাশ  গবেষণা  নাসার মহাকাশআন পারসেভারেন্স মঙ্গলগ্রহে অবতরণ  করল। 

বাংলাদেশ সময় রাত ২টা৫৫মিনিটে  মঙ্গলগ্রহে অবতরণ করে।ঐ সময় লস এঞ্জেলসের জেট প্রপারসন ল্যাবরেটরিতে থাকা বিজ্ঞানীরা উল্লাসে মেতে উঠেন।

সয়ংক্রিয় ঐ রোবট  পৃথিবী থেকে যাত্রা শুরু করেছিল সাত  মাস আগে। 

বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে রোবট টি মঙ্গলগ্রহ্র দুই বছর অবস্থান  করবে। সেখানে পাথর খনন সহ প্রাণের অস্তিত্ব  থাকা না থাকার বিষয় টি  খুঁজে  দেখবে রোবট টি।