Loading..

প্রকাশনা

২১ ফেব্রুয়ারি , ২০২১ ০৮:১০ অপরাহ্ণ

একুশে ফেব্রুয়ারি

  

            ২১ ফেব্রুয়ারি

     আয়েশা ছিদ্দিকা

       একুশের ঐ রক্তমাখা বিশাল বুকে,

     শহিদ ভাইয়েরা দাঁড়িয়ে আছেন রুখে

বাংলা হলো মিষ্টি ভাষা,

মিটাই মনের সকল আশা

           বাংলা ভাষার রাখতে মান,

           চলে গেলো অনেক প্রাণ

১৪৪ ধারা ভঙ্গ করে শহিদ হলো- সালাম, বরকত,

রফিক, শফিক আরো নাম না জানা কত!

          আমার মায়ের মুখের কথা,

          দূর হয়ে যায় সকল ব্যথা

          বাংলায় মোরা গাই গান ,

             জুড়াই মোদের প্রাণ

ভাষা শহিদেরা হলেন সৃষ্টিকর্তার সেরা দান,

বাঙালি কখনো  ভুলবেনা তাঁদেন অবদান।।

 

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি