Loading..

প্রকাশনা

২৩ ফেব্রুয়ারি , ২০২১ ০৭:৫৬ অপরাহ্ণ

শিক্ষকের কান্না, শেখ মোঃ সোহেল রানা।

শিক্ষকের কান্না

শেখ মোঃ সোহেল রানা

শিক্ষকের কান্না, শুনতে কেহ চায় না।

শিক্ষকরা বাজারে গেলে, মাথায় তাদের বাজ পরে।

শিক্ষক যখন টিউশনি করে, তখন তাকে বাণিজ্য বলে।

শিক্ষক যুক্তিক দাবি করলে, তেলবাজেরা তখন সরকার বিরোধী বলে।

শিক্ষকের উন্নয়নে, কথা কেহ বলে না।

শিক্ষকের কান্না রাষ্ট্র ও সমাজ শুনতে চায় না ।

শিক্ষককে বাহিরে রেখে, সবাই উন্নয়নের কথা বলে।

শিক্ষকের কান্না, কবে শেষ হবে জানি না ।

শিক্ষা জাতিয় করণ হলে, শিক্ষকের কান্না থেমে যাবে।

 

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি